‘র্যাংকিং রোমাঞ্চ ছড়াচ্ছে না, বাস্তবতা জানাচ্ছে’
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশে। ভারত এক নম্বরে। সে হিসেব করলে দুই দলের লড়াই নিয়ে বাড়তি আগ্রহ থাকার কথা না। এমনকি পরিসংখ্যান বিবেচনায় আনলেও দুই দলের ক্রিকেটীয় যুদ্ধও অনর্থক!
কিন্তু ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে আসলে ক্রিকেট উন্মাদনা আপনাকেও ছুঁয়ে যাবে। ভারত কিংবা পাকিস্তানের কোনো লড়াই হচ্ছে না। লড়ছে র্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারত ও তলানিতে থাকা বাংলাদেশ। দুই দলের লড়াই এমন একটি পর্যায়ে চলে গেছে যে, যেন রোববার অঘোষিত ছুটি, সবাই যাবে স্টেডিয়ামে! এশিয়া কাপের ফাইনালে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দুই দল।
র্যাংকিং নিয়ে বাংলাদেশের অধিনায়কের কোনো মাথাব্যথা নেই। মাশরাফি বিন মুর্তজার সাফ কথা- র্যাংকিং খেলার মাঠে কোনো প্রভাবই ফেলে না। রোববারের ফাইনালের আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘র্যাংকিং রোমাঞ্চ ছড়াচ্ছে না, বাস্তবতা জানাচ্ছে!’
র্যাংকিংয়ে ভারত এগিয়ে থাকলেও তাদেরকে ছেড়ে কথা বলবে না মাশরাফির দল। দলপতির ভাষ্য,‘ভারত পরিস্কারভাবে ফেবারিট। তাদেরকে নিয়ে আলাদা করে চিন্তা করার সুযোগ নেই। তবে ভারতকে জিততে হলে অনেক ভালো করতে হবে। প্রথম ম্যাচে যেটা খেলেছে, তার থেকেও অনেক ভালো খেলতে হবে। আমরা যে এ ম্যাচে আরো আক্রমণাত্মক হয়ে উঠব, সেটা খুব ভালোভাবেই ওরা বুঝতে পারছে।’
ফাইনাল ম্যাচ নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই মাশরাফির। অন্য দশটি ম্যাচের মতোই পরিকল্পনা করছেন দলপতি। টাইগারদের দলনেতা বলেন, ‘এটা অন্য দশটি ম্যাচের মতো আরেকটি ম্যাচ। অবশ্যই এটা ফাইনাল, আলাদা ফ্লেভার আছে। তবে আমরা অন্য সব ম্যাচের মতোই দেখছি। নিজেদের সেরাটা খেলতে চাই। গত ৩ ম্যাচে যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই।’