লিখনশৈলী শেখাবেন সাযযাদ কাদির
বাংলা ভাষা লিখনশৈলী শেখাবেন খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক কবি সাযযাদ কাদির।
এ উপলক্ষে আগামী ৩১ মার্চ রাজধানীর অদূরে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুরে এক কর্মশালা আয়োজন করা হয়েছে।
ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে স্থানীয় কচি-কাঁচা একাডেমিতে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
এই কর্মশালায় অংশগ্রহণ করতে টেলিফোনে ৯২০১১০০ নম্বরে ও মোবাইল ফোনে ০১৯২৯৯১৮৮০০ নম্বরে যোগাযোগ করুন! সূত্র: অনলাইন বাংলা।