লড়াই যখন আবাহনী-মোহামেডানের
লড়াই যখন আবাহনী-মোহামেডানের তখন উত্তাপ কিছুটাতো ছড়াবেই, না থাকুক আবাহনী-মোহামেডানের আগের সেই জৌলুস, নামতো আবাহনী-মোহামেডান, সেটুকুই বা কম কিসের। হ্যাঁ, আজই ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী-মোহামেডান। আবাহনী-মোহামেডান মানেই ঐতিহ্য আর গর্বের লড়াই। এরই মধ্যে মুশফিকের নেতৃত্বে পয়েন্ট তালিকার শীর্ষে মোহামেডান। আর তামিম ইকবালের নেতৃত্বে আবাহনী ৩ ম্যাচ জিতলেও হেরেছে ২টিতে। শেষ ম্যাচটিতে চতুর্থ স্থান থেকে তাদের পতন হয়েছে পয়েন্ট তালিকার ৬ষ্ঠ স্থানে। তাই আজ জয়ের বিকল্প নেই দলটির। আর মোহামেডানও নিজেদের শীর্ষ স্থান ধরে রাখতে মরিয়া হয়ে মাঠে নামবে। দুই দলের লীগে টিকে থাকার এই লড়াইয়ে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল ইতিহাসকে স্মরণ করছেন। তামিম বলেন, ‘আমরা জানি আমরা আবাহনীকে প্রতিনিধিত্ব করছি। ওরাও জানে তারা মোহামেডানকে প্রতিনিধিত্ব করছে। এই দুটি দলের একটা বড় ইতিহাস আছে। ওই ইতিহাস মাথায় রেখে আমরা জানি এর গুরুত্ব কতটুকু। আমি মনে করি, এটা খেলোয়াড়দের মধ্যে এখনও আছে।’ ওদিকে বিকেএসপি-৩ মাঠে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ।
গত মৌসুমে রানার্স আপ আবাহনী এবারও শিরোপার দাবিদার। শক্তিশালী দল গড়েছে তারা। শুধু তাই নয়, লীগের ইতিহাসে সর্বাধিকবার চ্যাম্পিয়ন আকাশি-হলুদরা। আবাহনী অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমরা এখন পর্যন্ত আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। ভালো অবস্থানে থাকতে হলে মোহামেডানের বিপক্ষে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
নিজেদের প্রস্তুতি নিয়ে তামিম বলেন, ‘প্রস্তুতি আমরা ভালোই নিয়েছি। আমার কাছে মনে হয় দল হিসাবে আমাদের আরও অনেক ভালো খেলা উচিত। শেষ যে কয়টা ম্যাচ খেলেছি তাতে তিনটি ম্যাচ জিতেছি। তবে আমার মনে হয় না আমরা সেরা ক্রিকেট খেলতে পেরেছি। মোহামেডান টুর্নামেন্টের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে জিততে হলে, আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। এই অনুভূতি আমাদের সবার মধ্যেই আছে। আমি নিশ্চিত মোহামেডানের খেলোয়াড়দের মধ্যেও আছে। এ ছাড়া দর্শকদের মধ্যে দুই দলের লড়াই নিয়ে বাড়তি উন্মাদনা থাকে। আমরা চেষ্টা করবো এই চ্যালেঞ্জটা জেতার।
অন্যদিকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় এই ম্যাচটি অনেকটা নির্ভার হয়েই খেলতে পারবে মোহামেডান। যদিও নির্ভার থাকছেন না মোহামেডান কোচ সোহেল ইসলাম। কেননা প্রিমিয়ার ক্রিকেটে মোহামেডানের সর্বশেষ সেরা সাফল্য ২০১০-১১ মৌসুমে রানার্স-আপ হওয়া। এর আগের আসরে অবশ্য আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। পাঁচ মৌসুম পরে মোহামেডানের লক্ষ্য যে শিরোপা-এটা প্রত্যেক ক্রিকেটার ও কর্মকর্তার চোখে মুখে স্পষ্ট। দলে অভিজ্ঞ ক্রিকেটার বলতে মুশফিক ও নাঈম ইসলাম ছাড়া বড় কোনো তারকা ক্রিকেটার না থাকলেও, ইজাজ আহমেদ ও বিদেশি উপুল থারাঙ্গা আছেন রানের মধ্যে। মোহামেডান কোচ সোহেল ইসলাম বলেন, ‘আবাহনী শক্তিশালী দল। সব মিলিয়ে আমাদের দলটিও ব্যালেন্সড। স্বাভাবিক খেলা খেললেই আমরা আবাহনীর বিপক্ষে জয়ের আশা করতে পারবো।’
সম্ভাব্য একাদশ
মোহামেডান: সৈকত আলী, ইজাজ আহমেদ,উপুল থারাঙ্গা, মুশফিকুর রহীম, আরিফুল হক, নাজমুল হোসেন মিলন, নাাঈম ইসলাম, হাবিবুর রহমান, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, শুভাশিষ রয়।
আবাহনী: তামিম ইকবাল, লিটন দাশ, এম এস বিসলা, নাজমুল হোসেন শান্ত, মোসদ্দেক হোসেন, আবুল হাসান, অভিষেক মিত্র, সাকলাইন সজিব, জুবায়ের হোসেন, মোহাম্মদ শাহজাদা, তাসকিন আহমেদ।
আবাহনীর পাঁচ ম্যাচ
* কলাবাগান কেসি ১৪০, আবাহনী ১৪২/৩
ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী
*আবাহনী ২৮৭/৪, শেখ জামাল ২৮৯/৬
ফল: শেখ জামাল ৪ উইকেটে জয়ী
* ব্রাদার্স ২৪৪/৯, আবাহনী ২৪৮/৮
ফল: আবাহনী ২ উইকেটে জয়ী
* আবাহনী ২২১, ভিক্টোরিয়া ২১২
ফল: আবাহনী ৯ রানে জয়ী
* আবাহনী ২৫৫/৬, রূপগঞ্জ ২৪৫/৫
ফল: বৃষ্টি আইনে রূপগঞ্জ ২১ রানে জয়ী
মোহামেডানের পাঁচ ম্যাচ
* মোহামেডান ২৮৫/৬, ব্রাদার্স ২০৭
ফল: মোহামেডান ৭৮ রানে জয়ী
* মোহামেডান ২৪৭/৯, ভিক্টোরিয়া ২৫০/৮
ফল: ভিক্টোরিয়া ২ উইকেটে জয়ী
* রূপগঞ্জ ২১২/৯, মোহামেডান ২১৫/৩
ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী
* গাজী ক্রিকেটার্স ১৪১, মোহামেডান ১৪২/৩
ফল: মোহামেডান ৭ উইকেটে
* কলাবাগান সিএ ২৩১, মোহামেডান ২১০/৬
ফল: বৃষ্টি আইনে মোহামেডান ৪ উইকেটে জয়ী