শচীনের জীবনীভিত্তিক সিনেমায় ভক্তদেরও থাকার সুযোগ
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে শচীন টেন্ডুলকারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘শচীন : আ বিলিয়ন ড্রিমস’। এরই মধ্যে বেরিয়েছে প্রথম টিজার। টিজারে ইতিবাচক সাড়া পাওয়ার পর শচীনের ভক্তদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কার্নিভ্যাল মোশন পিকচার ও ভারতের একটি ব্যাংক।
এজন্য ভক্তরা শচীনকে নিয়ে চমৎকার সব স্মরণীয় ভিডিও দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য থাকতে হবে শচীনের সঙ্গে কোনো সেলফি কিংবা প্রিয় তারকাকে নিয়ে কোনো হইহুল্লোড়ের ভিডিও। হোক তা রাস্তায়, টিভির সামনে, স্টেডিয়ামে।
প্রতিযোগিতায় জিতলে ভিডিওটি যুক্ত হবে শচীনের জীবনীভিত্তিক ছবিতে। আর বিজয়ী সেই ভক্ত সরাসরি সাক্ষাতের সুযোগ পাবেন এ ক্রিকেট কিংবদন্তির সঙ্গে।
কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছবিতে থাকার জন্য ভারতের যেকোনো শহর থেকে ভক্তরা ভিডিও আপলোড করতে পারবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস