শর্টকাট ভাইরাসে অতিষ্ঠ নিয়ে নিন কার্যকরী সমাধান

শর্টকাট ভাইরাসে অতিষ্ঠ নিয়ে নিন কার্যকরী সমাধান

 

তাওহীদ শাহীন

Ads by Techtunes – tAds

আশাকরি আপনি খুশি হবেন শর্টকাট ভাইরাস থেকে মুক্তি পেয়ে

আগেই ক্ষমা চাই যারা এটা ব্যবহার করছেন কিংবা জানেন এটার ব্যাপারে।

আপনিকি শর্টকাট ভাইরাসের যন্ত্রনায় অতিষ্ঠ? পাগল হয়ে  খুজছেন এর থেকে পরিত্রানের উপায়? তাহলে এই পরামর্শ আপনার জন্য।

নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের জন্য এই পরামর্শ। আমি অনেক সফটওয়ার ব্যবহার করেছি শর্টকাট থেকে মুক্তি পেতে। কিন্তু কোন কাজ হচ্ছিল না। পরে আমার এক বব্ধুর পরামর্শে এই সফটওয়ার ব্যবহার করলাম। তারপর থেকেই নিয়মিত ব্যবহার করছি। এমনকি অন্য কোন এন্টিভাইরাসও বযবহার করার প্রয়োজন মনে করছি না। তাই আমার কাছে মনে হল সবার সাথে শেয়ার করা দরকার যদি কোন একজনও উপকার পায়। আর এতেই আমার স্বার্থকতা বৈ অন্য কিছু না। কথায় আছে নিজে যা জান অন্যকে তা জানাতে চেষ্ঠা করো।

বাকিটুকু আপনার ব্যবহারের পর আপনি নিজেই বলবেন এটার ব্যাপারে। আর কথা বাড়াচ্ছি না।

এখনি বলে দিচ্ছি সফটওয়ারটির নাম। এটি হল

UsbFix

চাইলে google এ গিয়ে সার্চ দিয়ে নামাতে পারেন। অথবা আপনার জন্য আমি ডাইরেক্ট লিংক দিলাম নিচে। চট করে নামিয়ে নিন, আর ইন্সটল দিন।

ডাউনলোড করুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.