শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’
এটা রহমান সাহেবের দোতলা বাড়ি। উপর তলায় রহমান সাহেব থাকেন। নিচ তলা ভাড়া দেওয়া। ভদ্রলোক নিঃসন্তান।
এ কারণে পরিচিত জনদের সন্তানদের প্রতি তার সীমাহীন দরদ। গ্রামের বাড়ির কারো ঢাকায় এসে থাকার প্রয়োজন হলেই সবার আশ্রয়স্থল হয় রহমান সাহেবের বাড়ি। তবে অতিথি আসলে বিরক্ত হন তার স্ত্রী।
ইদানিং এমন অবস্থা হয়েছে-এ বাড়িতে যেই আশ্রয় নেয় তিনি আর বাড়ি ছেড়ে যেতে চান না। খুঁটি গেড়ে থাকেন। অনেকে যাওয়া-আসার মধ্যে থাকেন। তবে এদের মধ্যে সবুজ, প্রণব, গোধূলী এবং অন্যরা প্রায় স্থায়ী হয়ে গেছেন। এরা কেউই আপনজন নন, লতায়-পাতায় আত্মীয়।
এমন গল্প নিয়ে‘ঝামেলা আনলিমিটেড’ নামে ধারাবাহিক একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা শামীম জামান। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর।
নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, মামুনুর রশীদ, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, সাদিয়া জাহান প্রভা, সনিয়া হোসেন, তারেক স্বপন, ফজলুর রহমান বাবু, কল্যাণ কোরাইসি, সঞ্জীব আহাম্মেদ, আমানুল হক হেলাল প্রমুখ।
নির্মাতা জানান, শিগগিরই ধারাবাহিক নাটকটি আরটিভিতে প্রচার শুরু হবে।
সৌজন্যে: দ্য রিপোর্ট