শাস্তি পাচ্ছেন তামিম ইকবাল-আজিজুল ইসলাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে সিলেট সুপারস্টারস এবং চিটাগাংয়ের মধ্যকার ম্যাচ শুরুর আগের ঘটনায় শাস্তি পাচ্ছেন চিটাগাংয়ের অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল এবং সিলেট সুপারস্টারসের মালিক আজিজুল ইসলাম।
তদন্ত শেষে মঙ্গলবার বিসিবি পরিচালক ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, এ ঘটনায় দুজনই শাস্তি পাবেন। দুজনের শাস্তির ব্যাখ্যাও দিয়েছেন শেখ সোহেল।
তিনি বলেন, শুধু সিলেটের মালিক ও তামিমের সঙ্গে কথা বলিনি, কথা বলেছি আরও অনেকের সঙ্গে। সবার সঙ্গে কথা বলে বুঝলাম, দুজনেরই দোষ। তামিম জাতীয় দলের খেলোয়াড়, বিপিএলের আইকন খেলোয়াড় ছিল। তাকে আরও ধৈর্য ধরতে হবে। সে ওই সময় মাঠে ছিল। মনে করি, মাঠে থেকে এ ধরনের ব্যবহার তার করা উচিত হয়নি। আবার একজন ফ্র্যাঞ্চাইজি মালিক মাঠে ঢুকে খেলোয়াড়ের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। তিনি মাঠে ঢুকলেন কীভাবে? এ কারণে তিনিও শাস্তি পাবেন। তবে শাস্তির ভাগটা সিলেটের মালিকের বেশি হবে। কেননা নিয়ম ভেঙে তিনি মাঠে ঢুকেছিলেন।
সোহেল জানান, শাস্তিটা হবে আর্থিক জরিমানা।
প্রসঙ্গত বিপিএলের দ্বিতীয় দিনে সিলেট সুপারস্টারসের মালিক আজিজুল ইসলামের বিপক্ষে গালিগালাজ করার অভিযোগ এনেছিলেন তামিম ইকবাল। তামিমের বিপক্ষেও একই ধরনের অভিযোগ এনেছিলেন সিলেটের মালিক আজিজুল ইসলাম।