শিশুতোষ ছড়ায় ‘লাটাই’ পুরস্কার পেলেন রহীম শাহ
এ বছর শিশুতোষ ছড়ায় ‘লাটাই’ পুরস্কার পেলেন শিশু সাহিত্যিক রহীম শাহ। এছাড়া অন্যান্য শাখার মধ্যে হাস্যরসের ছড়ায় আলম তালুকদার, দেশপ্রেমের ছড়ায় আসলাম সানী, শিশুতোষ ছড়ায় রহীম শাহ, গদ্য ছড়ায় আমীরুল ইসলাম এবং তরুণ ছড়াকার মধ্যে কামাল হোসাইন এবং আবিদ আজমকে এই পুরস্কার দেওয়া হয়।
আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সংসদ সদস্য কবি কাজী রোজী, শিশুসাহিত্যিক রফিকুল হক দাদু ভাই।
শিশু সাহিত্যিক আলী ইমামের সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন লাটাই সম্পাদক মামুন সারওয়ার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আহমাদ মাযহার, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু প্রমুখ। সূত্র: অর্থসূচক।