শিশুর রঙিন ঘর
ঝরনা রহমান
আমরা সবাই নিজের বাড়িটি সুন্দর করে সাজিয়ে রাখতে চাই। বসার ঘর, খাবার ঘর, শোবার ঘরের পাশাপাশি শিশুর জন্যও একটি ঘর সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব। তবে শিশুর প্রয়োজনের কথা মাথায় রেখে ঘর সাজাতে হবে। শিশুর ঘর সাজানোর আগে প্রথমে পরিকল্পনা করে নিন। প্রয়োজনীয় আসবাবপত্র, অন্যান্য জিনিস, ঘরের আয়তন, শিশুর প্রয়োজন এবং সুবিধার কথা বিবেচনা করে ঘর সাজাতে হবে।
শিশুর ঘরের আসবাব
শিশুর ঘর সাজানোর সময় মনে রাখতে হবে ঘরটা কোন বয়সী শিশুর জন্য সাজানো হচ্ছে। শিশুর জন্য নিচু খাটের ব্যবস্থা করতে হবে; যাতে শিশু হঠাৎ পড়ে গেলেও ব্যথা না পায়। স্কুলগামী শিশুদের ঘরে এ সময় নতুন কিছু আসবাবের প্রয়োজন পড়ে। যেমন শিশুর পড়াশোনার জন্য টেবিল চেয়ার, টেবিল ল্যাম্প, শিশুর পোশাক, খেলনা ইত্যাদি রাখার জন্য একটি ওয়ারড্রোবের দরকার হয়। খেয়াল রাখতে হবে ওয়ারড্রোবটি যেন শিশুর উচ্চতা অনুযায়ী হয়। বই রাখার জন্য একটি বুক শেলফ রাখতে পারেন। সম্ভব হলে একটি কম্পিউটারও দিন। বন্ধুরা মিলে গল্প করতে পারবে এমন একটা সোফাও বানিয়ে দিন। ঘরের এক পাশে রেখে দিন একটা ঝুড়ি। যাতে সে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলবে।
শিশুর ঘরের রঙ
সাধারণত শিশুদের ঘরে ঝকঝকে সাদার বদলে অফ হোয়াইট, পিঙ্ক, হলুদ এমনকি লাল রঙের ব্যবহারও করা যেতে পারে। ইচ্ছে করলে একটি দেয়ালের কিছুটা অংশ অন্য রঙের করেও ভিন্নতা আনা যেতে পারে। ঘরের ছাদ, ফাঁকা দেয়াল, পড়ার টেবিলের পাশের দেয়াল, ঘরের দরজায় নানাভাবে ডেকোরেশন করে নিন। শিশুর ঘরের বিছানার চাদর, বালিশের কভার, পর্দা সব কিছুতেই শিশুবান্ধব নকশা, রঙ-বৈচিত্র্য রাখতে পারেন।
শিশুর ঘরে আলোর ব্যবহার
শিশুর ঘরে আলোর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশুদের জন্য যে ঘরে প্রচুর আলো বাতাস আসে এবং ধুলাবালি তুলনামূলক কম ঢোকে এমন ঘর নির্বাচন করা উচিত। শিশুর পড়ার সুবিধার জন্য উজ্জ্বল সাদা আলো দেয়াটা ভালো। ঘরের বিভিন্ন কোণে স্পটলাইট বা ওয়ার্ম ফোকাস লাইট ব্যবহার করতে পারেন। শিশুর ঘরে রাতে অল্প আলোর জন্য হালকা নীল আলোই সবচেয়ে ভালো। শিশুর জন্য ঘর সাজানোর সময় নিরাপত্তার দিকটিও মাথায় রাখতে হবে। সুইচ বোর্ড শিশুর হাতের নাগালের বাইরে উঁচুতে রাখুন। দরজার লক, বাথরুমের লক সব কিছুইর ব্যাপারেই মা-বাবাকে সচেতন হতে হবে।
– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/73715#sthash.zD6N0Moy.dpuf