শিশু হবে ছোট থেকেই স্মার্ট

অধিকাংশ কর্মজীবী বাবা-মায়ের সন্তান বড় হয় গৃহপরিচারিকা কিংবা আত্নীয় স্বজনের কাছে। এর মধ্যে বেশিরভাগ শিশুই পর্যাপ্ত আদর বা সঙ্গ পায় না। আর তখনই নিজেকে অনেক বেশি অসহায় মনে করে। একাকীত্বের কষ্টে তার বুদ্ধি বৃত্তিক চর্চা ঠিকমতো হয় না। বয়সের সঙ্গে তাই মেধার বিকাশ ঘটে না। প্রতিটি কথায় এবং কাজে শিশুর জড়তা বেড়ে চলে। শিশুটি আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। সামাজিকতার অনেক কিছুই তার অজানা থেকে যায়। এমন অবস্থায় আপনার সন্তানকে ছোট থেকেই স্মার্ট করে গড়ে তুলতে যা করতে পারেন…

কথা বলুন

শিশুর সঙ্গে যতক্ষণ থাকবেন ততক্ষণ অবশ্যই প্রাণ খুলে কথা বলুন। তাকে সব জিনিসের সঙ্গে নাম ধরে পরিচয় করিয়ে দিন। সব জিনিসের নাম সঠিকভাবে উচ্চারণ করাসহ তার ব্যবহারও বুঝিয়ে দিন। এতে শিশুর ভয় এবং জড়তা দূর হবে। খেয়াল রাখতে হবে আপনার কথা উচ্চারণও যেন যথেষ্ট সুন্দর এবং মার্জিত হয়। তবেই সে সঠিকভাবে কথা বলা শিখবে। মনের মধ্যে জানার আগ্রহ বেড়ে যাবে। এভাবে সে আস্তে আস্তে নিজেকে তথ্য দিয়ে সমৃদ্ধ করে তুলবে।

গল্প করুন

শিশুর সঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করুন। গল্পের মাঝে তার নানা প্রশ্নের উত্তর দিন। যতবার জিজ্ঞেস করবে ততবারই তার উত্তর দেয়ার চেষ্টা করতে হবে। এতে করে শিশুর প্রাণোচ্ছলভাবে কথা বলার অভ্যাস গড়ে উঠবে।

বই পড়ুন

শিশুর সামনে বিভিন্ন ছড়া, কবিতার বই পড়তে পারেন। এসব করে শিশুকে আনন্দ দিন। এতে করে তার মধ্যে নতুন শব্দ তৈরির আগ্রহ সৃষ্টি হবে। শিশুর মন তথ্য অনুসন্ধানী হয়ে উঠবে। সে নিজেও চেষ্টা করবে বই পড়ার।

শুদ্ধ উচ্চারণ

শিশুর সঙ্গে কথা বলার সময় সবচেয়ে বেশি যে নজর দিতে হবে উচ্চারণের প্রতি। শুদ্ধ উচ্চারণে কথা না বললে আপনার সন্তানও শুদ্ধ উচ্চারণ শিখে বড় হবে।

পোশাক

বাচ্চার পোশাক, ব্যাবহৃত অসুষঙ্গে প্রতি আপনাকেই রুচিশীল আচরণ দেখাতে হবে। তবেই না সেও রুচিশীল জিনিসের প্রতি আগ্রহী হবে। এসবের মাধ্যমেও তার রুচি, পছন্দ এবং বিচক্ষণতা ফুটে উঠবে।

বাংলামেইল২৪ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.