শীতবস্ত্র বিতরণ কররেন সঙ্গীতশিল্পী ন্যান্সি

গত বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি। গত শুক্রবার নিজের গ্রামের বাড়ি নেত্রকোনায় ৫০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছেন এই সঙ্গীতশিল্পী। গতকাল শ্বশুরবাড়ি ময়মনসিংহে আরও ৫০০ শীতবস্ত্র বিতরণ করেন তিনি। ন্যান্সি জানান, গ্রামের অনেক মানুষ আছেন যারা শীতের সময় খুবই কষ্ট করেন। আমরা তাদের পাশে দাঁড়ালে খুব সহজেই এই কষ্ট দূর করা যায়। তাই প্রতি বছরই শীতের সময় এই কাজটি করি। আমার একার পক্ষে সবাইকে শীতবস্ত্র বিতরণ করা সম্ভব নয়। তাই কাছের যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আহŸান জানাই। এবার চিত্রনায়ক শাকিব, চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং চট্টগ্রামের সঙ্গীতশিল্পী সফিক ও রফিক এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, সবাইকে শীত বস্ত্র দেয়া সম্ভব নয়। তাই আগেই একটা তালিকা করা হয়েছে। সেই তালিকা ধরে নেত্রকোনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ময়মনসিংহে কিছু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমি অনেকের কাছেই বলেছিলাম। কেউ কেউ সাড়া দেয়নি। কেউ সাড়া দিয়েছে। যারা পাশে দাঁড়িয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি সবার কাছে অনুরোধ করব যেন নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে সবাই দাঁড়ান। আমরা চাইলে সবাইকে নিয়ে ভাল থাকতে পারি। ন্যান্সি জানান, নিজের টাকা ও অন্য সবার কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে এবার শীতার্ত মানুষ ও শিশুদের মাঝে এক হাজার শীতের কাপড় ২০০ কম্বল বিতরণ করেছেন। চট্টগ্রামের দুই শিল্পী ৬০টি কম্বল দিয়েছেন। শাকিব খান দিয়েছেন ৪০টি কম্বল। জাজ মাল্টিমিডিয়া থেকে ৫০টি কম্বল দেয়া হয়েছে। বাকি ৫০টি কম্বল দিয়েছেন ন্যান্সির স্বামী যায়েদ। ন্যান্সি নিজে কিনোছেন ১০০০ শীতবস্ত্র। তিনি বলেন, আমার যতদিন সামর্থ্য আছে এই কাজটি করে যাব। এই কাজে স্বামী যায়েদকে সবসময় পাশে পেয়েছি। সবাই নিশ্চয় আমার পাশে থাকবেন। আমার সঙ্গে এই কাজটি করতে হবে এমন নয়, যার যার এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেই হবে। যারা আমাকে ভালবাসেন তারা নিশ্চয় আমার এই চাওয়াটুকু রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.