শীতের দিনে সুন্দর একটি নাটক

আশিক বন্ধু : শীতের সকাল। পূবাইলের বিলবিলা শুটিং স্পট। চোখ জুড়িয়ে যায়। এমন এক অপূর্ব লোকেশনে শুটিং শেষ হয়েছে ঘাউরা মজিদ নাটকের। শামীম জামানের পরিচালনায় ও আকাশ রনজনের রচনায় নাটকটি নির্মিত হচ্ছে। একটানা দুইদিন শুটিং ইউনিটের সাথে থেকে বিস্তারিত গল্প তুলে ধরা হয়েছে নিচের লেখায়। সকাল নয়টায় মম ও মোশারফ করিম হাজির। তার আগেই পরিচালক শামীম জামান তার ইউনিট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন। ক্যামেরা, মেকআপ, লোকেশন, লোকবল সব রেডি। স্পটে এসে খানিক চিত্রনাট্য পড়ে নিলেন শিল্পীরা। বাইরে শীতের মৃদুমন্দ হাওয়া। গায়ে লাগলেই মন ফুরফুরে হয়ে যায়। সকাল ১০টার পরই ঘাউরা মজিদ নাটকের ক্যামেরা অন হলো। প্রথম শটে অংশ নিলেন মম ও জুঁই করিম। ভাবী ও ননদের ডায়লগ। আবেগ নির্ভর সংলাগ আওড়ালেন দুজন। মম কাঁদলেন, তাকে বুঝানোর চেষ্টারত জুঁই করিম। পারিবারিক ঝামেলা নিয়ে ননদ ও ভাবীর দৃশ্যধারণ হলো। সময় বাড়তে থাকে। কুয়াশার চাদর ভেদ করে রোদ উঠতে শুরু করেছে। একটানা শুটিং চলছে। কারণ একদিনে ১৭টি সিকোয়েন্স শুট করতে হবে। দিনের আলোতেই অনেক গুরুত্বপূর্ণ শট শেষ করতে হবে। পরিচালক শামীম জামানের চোখে মুখে চিন্তার ছাপ। সব সামাল দিচ্ছেন ঠাÐা মাথায়। শট ওকে হচ্ছে কিনা, আর্টিস্টদের কোন সমস্যা হলো কিনা, এসব দেখার পাশাপাশি চিত্রনাট্যের দিকে নজর দিচ্ছেন। শামীম জামান বলেন, গ্রামীণ গল্প। পরিবারের সবার সম্পর্ক, টানাপড়েন, ভাইয়ের সাথে ভাইয়ের, ভাবী ও ননদের বোঝাপড়া, এভাবেই সরল সুন্দরভাবে গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি। মানুষ যেন তাদের জীবনের অতি পরিচিত কোন গল্প খুঁজে পায়। আশা করছি, সবাই দারুণভাবে উপভোগ করতে পারবে নাটকটি। দুপুরের আগে ক্যামেরার সামনে আসেন মোশাররফ করিম। পরনে রঙিন শার্ট। শুরু হলো মোশাররফ করিম ও মম’র সিকোয়েন্সের অংশ। এরপরই শামীম জামান ও মিলন ভট্টাচার্যও মিশে গেলেন ঘাউরা মজিদের সাথে। বিকেলের আগ মুহূর্তে এলেন ড. ইনামুল হক। তার সিকোয়েন্স বুঝে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন। অত্যন্ত নৈপুণ্যের সাথে তৈরি হচ্ছে নাটকটি। প্রতিটি আটিস্টের আন্তরিকতা দেখে অনুমান করা যায়, জীবনঘনিষ্ট একটি নাটক পাবেন দর্শক। একটানা শুটিং চলতে চলতে বিকেল হয়ে গেল। আমাদের সময় শেষ। শুটিং থেকে বেরিয়ে পথ ধরতে হবে। সবকিছু পেছনে ফেলে ঘাউরা মজিদ নাটকের আনন্দ রওনা হলাম রাজধানীর উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.