শীতের পাখি
বেলাল মোহাম্মদ জীবন
.কাঁটা ঝোপে ঝিলের কিনার
শাপলা জলে ফুটে ,
উমের আশে শীতের পাখি
দূরদূরান্ত ছুটে !
.
কি আনন্দ কিচিরমিচির
করছে ডাকাডাকি ,
না তাড়িয়ে মন বাড়িয়ে
কাছেই নাহয় রাখি !
.
করছে যারা সাথী হারা
শীতের পাখি শিকার!
আবেগ বিবেক দুটোই ছাড়া
তাদের জন্য ধিক্কার !!