শীতে শিশুর পোশাক

সোয়েটার না জ্যাকেট?
এই শীতে শিশুর জন্য সোয়েটার না জ্যাকেট বেছে নেবেন তা নিয়ে দ্বিধায় পড়ে যেতে পারেন। নজরকাড়া নকশাই আপনাকে এ দ্বিধায় ফেলে দেবে। নতুন নানা ডিজাইনে মেয়েদের ফ্রক সোয়েটার, শর্ট সোয়েটার এসেছে। জিন্সের কাপড়েও পাওয়া যাচ্ছে ফ্রক সোয়েটার। ফতুয়া, ফ্রকে হুডি এবারও আছে। সোয়েটারে লাল, নীল, বেগুনিসহ নানা উজ্জ্বল রঙ ব্যবহার করা হয়েছে। ছেলেশিশুদের জন্য সোয়েটারে স্ট্রাইপ এবার বেশ আকর্ষণীয়ভাবে হাজির হয়েছে। জিন্সের কাপড়ে তৈরি জ্যাকেটগুলোয়ও নতুনত্ব রয়েছে। কিনতে পারেন চামড়া কিংবা রেকসিনের জ্যাকেটও। জ্যাকেটেও এখন নানা কার্টুন নকশা করা হচ্ছে।
লেগিংস নাকি ডেনিমের প্যান্ট
শীতে আপনার ছোট্টমণিকে পরাতে পারেন লেগিংসও। স্ট্রাইপ আর প্রজাপতির নকশা রয়েছে এবার লেগিংসেও। ডেনিমের প্যান্টের কালারে এসেছে বৈচিত্র্য। লাল রঙের ডেনিমের প্যান্ট এবার অনেক শিশুরই পছন্দের শীর্ষে রয়েছে।
আরও আছে
শিশুদের জন্য আরও নিতে পারেন জিন্সের স্কার্ট, বেবিকিপার, ওভারকোট, কার্ডিগান, ক্যাশমেয়ারসহ নানা ধরনের নজরকাড়া শীতের পোশাক।
টুকিটাকিতে নান্দনিকতা
কানটুপি, মাফলার, হাত মোজা, পা মোজা শিশুকে ওম দেওয়ার পাশাপাশি করে তুলবে স্টাইলিশও। কানটুপি, মাফলারে নানা ধরনের আকর্ষণীয় ঝালর, উলের বল, ফিতা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণ।
দরদাম
প্রতি জোড়া মোজার দাম পড়বে ১০০ থেকে ২০০ টাকা, টুপি ৮০ থেকে ২৫০, পায়জামা ৩০ থেকে ১০০, মাফলার ৫০ থেকে ৩০০, জ্যাকেট ৪০০ থেকে ৩০০, সোয়েটার ১৫০ থেকে ৮০০, কার্ডিগান ৮০০ থেকে ২ হাজার ২০০, ওভারকোট ৬০০ থেকে ২ হাজার, ডেনিমের জিন্স ৬০০ থেকে ১ হাজার ৫০০, নবজাতকের শীতের পোশাকের সেট ১ হাজার থেকে ৩ হাজার টাকা।
কোথায় পাবেন
গুলশানের বেবি শপ, বেইলি রোড, বসুন্ধরা সিটি, নাভানা টাওয়ারসহ বিভিন্ন মার্কেট ছাড়াও নিউমার্কেট, ধানম-ি হকার্স ও গুলিস্তানে কিছুটা কম দামে শিশুদের শীতের পোশাক পাওয়া যাবে।