শীলাকে নিয়ে আসিফ নজরুলের আজকের ভাবনা
অধ্যাপক আসিফ নজরুলের বর্তমান স্ত্রী মরহুম হুমায়ূন আহমেদ কন্যা শীলা আহমেদ।দাম্পত্য জীবনে সুখেই আছেন তাঁরা। আসিফ নজরুল ও শীলা আহমেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তাদের বৈবাহিক জীবনের খুঁটিনাটি সম্পর্কে জানা যায়।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাইন্টে একটি পোস্ট দিয়েছেন। যা আমাদেরসময় ডট কমের পাঠকদের জন্য হবহু তুলে ধরা হলো-
থারটি ডে চ্যালেঞ্জ নিয়ে আসছি।
আধাচোখে তাকাই। শীলা বলে: আরে দেখোনা!
তার হাতে ধরা কাগজে নানান ব্যায়ামের চার্ট্। সেটা সমস্যা না তার জন্য। কিন্তু সেখানে খাবারের তালিকাও আছে একটা!
তা দেখে হ্যাখ করে উঠি।
হাসালা কেন?
এমনি!
এমনি মানে! বেশী ফাজিল হইসো!
রাতে সে নিজে খায় প্রথম ভাত। বাচ্চাদের সাথে দ্বিতীয় ভাত। রাত ১০ টায় আমার সাথে তৃতীয়! না দেখার ভান করি ।
সে বলে: তুমিই তো বলছো।
কি বলছি?
খেতে বলছো।
আমি আসলে তাকে বসতে বলেছিলাম। খেতে না! মনে মনে বলি: থারটি ডে চ্যালেঞ্জ দেখে হাসছি কেন, বুঝছো এবার!
তবে তার সব কিছুতেই মুগ্ধ আমি। আমি যে এতো বুড়ো হচ্ছি, চুল বিলোপ হচ্ছে, চোখের নীচে নিভছে আলো, কোন কিছুতে আপত্তি নেই তারো।
কাজেই আমাদের কিছু ছবি দেয়া যেতে পারে আবার।
ছবি নাসির আলী মামুন ভাইয়ের, প্যরিসে তোলা।
লেখক: অধ্যাপক আসিফ নজরুল (ফেসবুক থেকে সংগ্রহীত)