শুধু কোচই নয়, মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে খেলতেও পারেন রফিক!
আসন্ন মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে(এমসিএল) খেলবেন অবসর নেওয়া সব কিংবদন্তি ক্রিকেটাররা। টুর্নামেন্টটি সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকলেও, বাংলাদেশের দর্শকদের কাছে কিছুটা আগ্রহ হারিয়েছিলো। কারণ, টুর্নামেন্টে থাকছেন না কোন বাংলাদেশি। কিন্তু আগ্রহে রঙ লেগেছে এবার। টুর্নামেন্টে থাকছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে জেমিনি এরাবিয়ানসের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টেস্টে ১০০ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি বোলার। খবরটি পুরনো। নতুন খবর হলো, দল কতৃপক্ষ মাইকেল ভনের পথে হাটাচ্ছেন রফিককে। ক্যাপ্রিয়ন কমান্ডার্সের মতো জেমিনি এরাবিয়ানসের কোচের সঙ্গে সঙ্গে খেলার সম্ভাবনাও রয়েছে রফিকের। একদিন আগে নিজেও জানতেন না খবরটি। এরই মধ্যে তাকে ফোন করা হয় দলের পক্ষ থেকে। জার্সি নম্বর থেকে। দেশের শীর্ষ একটি দৈনিককে তিনি বলেছেন, ‘কর্তৃপক্ষের একজন ফোন দিয়ে জানতে চাইলেন নির্দিষ্ট কোনো জার্সি নম্বর আমার পছন্দ কি না। কেন,জানতে চাওয়ায় বলেছে আমাকে নাকি ওরা খেলাতেও পারে। আমিও সেই ৭৭-ই চেয়েছি।’ জানিয়ে রাখা ভালো, ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে তার ব্যাটে ভর করেই প্রথম ওয়ানডে জেতে বাংলাদেশ। ব্যাট হাতে রফিক খেলেছিলেন ৭৭ রানের অনবদ্য ইনিংস। এরপর থেকে সেই ৭৭-সংখ্যাটাকেই জার্সিতে লিখিয়েছিলেন। অবসর নেওয়া পর্যন্ত খেলেছেন একই সংখ্যার জার্সিতে। এদিকে, খেলার সুযোগ পেলে এমসিএলের প্রথম আসরে রফিকই হবেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। অবশ্য সুযোগ না পেলেও কোনো আপত্তি নেই তাঁর। বললেন,‘সহকারী কোচ হিসেবে আমার কাজটুকু করতে পারলেই আমি খুশি। একেই খেলোয়াড় হিসেবে যাচ্ছি না, তার ওপর দলে অনেক তারকা ক্রিকেটারও আছে। তাই খেলতে না পারলেও কোনো সমস্যা নেই।’ প্রসঙ্গত, রফিকের জেমিনি এরাবিয়ানসে খেলবেন বীরেন্দর শেবাগ,কুমার সাঙ্গাকারা, শিবনারায়ণ চন্দরপল, মুত্তিয়া মুরালিধরন ও সাকলায়েন মুশতাকরা।