শুভ জন্মদিন বর্ষা
চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক বর্ষার জন্মদিন আজ। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু। পরে ‘খোঁজ- দ্য সার্চ’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় বর্ষার। এরপর ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’ ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি। বাংলা চলচ্চিত্রের ধারা পরিবর্তনের মূল অগ্রগামী হিসেবে অনন্ত-বর্ষা জুটির নিরলস চেষ্টা অনস্বীকার্য এবং নিঃসন্দেহে তারা সফল। বর্ষা বলেন, আমি আমার সকল ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাই তাদের ভালোবাসার জন্য। আসলে তাদের ভালোবাসার কারণেই আমি আজকের এ বর্ষা। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। এ মুহূর্তে মনসুন ফিল্মসের ট্যালেন্ট হান্ট কার্যক্রম নিয়ে ব্যস্ত আছেন বর্ষা। এ কার্যক্রম শেষ হওয়ার পরপরই নতুন ছবি ‘দ্য স্পাই’-এর শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। বর্ষার জন্মদিনে আমাদের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।