শুভ নববর্ষ . . . .
বিদায় ২০২০। স্বাগত ২০২১। উৎসবের মেজাজে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়ে গেল বাংলাদেশের মতো সারা পৃথিবীর দেশগুলোতে। শুভ নববর্ষ। অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। মহাকালের যাত্রায় একটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। মানুষ মুছে ফেলে গত হয়ে যাওয়া বছরের গ্লানি, উৎসাহ খুঁজে পায় সুখকর ঘটনা থেকে, তারপর এগিয়ে যায় অগ্রগতির পানে। নতুন বছর সবার জন্যই মঙ্গলময় হোক সেটাই সবার প্রত্যাশা।
প্রতিবারের মতো গত বছরেও আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার দোলায় দুলেছে সবাই। সুখকর ঘটনায় পুলকিত হয়েছে হৃদয়। তেমনি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারাক্রান্তও হয়েছি সবাই। তবুও প্রত্যাশা নতুন বছর সবার জন্যই সুখকর হবে। সারা বিশ্বে আসবে প্রত্যাশিত শান্তি।