শুভ সূচনা করতে চায় ব্রাজিল ও সুইজারল্যান্ড

মস্কো (রাশিয়া),(বাসস) : ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে আজ ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে ব্রাজিল। গেল বিশ্বকাপের আসর নিজেদের মাটিতে আয়োজন করে। তাই ২০০২ সালের পর বিশ্বকাপের স্বাদ না পাওয়া ব্রাজিলের লক্ষ্য ছিলো শিরোপা খড়া কাটানো। কিন্তু গতবার সেমিফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে লজ্জা নিয়ে বিশ্বকাপ শেষ করে ব্রাজিল।
ঐ হারের টাটকা স্মৃতিকে শক্তিতে পরিণত করে এবারের আসরে ভালো পারফরমেন্স করার ইঙ্গিত দিয়ে রাখছেন ব্রাজিলের কোচ তিতে, ‘আগের চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী দল। আমরা চাই ভালো ফল অর্জন করতে। প্রথম ম্যাচে জয় দিয়ে আমরা শুভ সূচনা করতে চাই।’
গেল আসরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিলো সুইজারল্যান্ড। এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়ে রাশিয়ায় পা রাখে তারা। ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখাতে চায় দল বলে জানালেন সুইজারল্যান্ডের অধিনায়ক স্টেফান লিচেটস্টেইনার। তিনি বলেন, ‘এবারের আসরে ভালো কিছু করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল। এজন্য শুরুটা ভালোভাবে করতে হবে। ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো আমরা। ব্রাজিলের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবো আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.