শুরুতে পৃথিবী ছিল বেগুনি রঙের
পৃথিবীর রং কী? প্রশ্ন করা হলে আপনার উত্তর হবে সবুজ আর নীলে মেশানো রং। কিন্তু প্রাথমিক অবস্থান কেমন ছিল পৃথিবী?
বিজ্ঞানীরা জানিয়েছেন, এখন যেমন সবুজে ভরা পৃথিবী আমরা দেখতে পাই, শুরুর দিকে তা মোটেও এমন ছিল না। ক্রমাগত রং বদলেই সৃষ্টি হয়েছে আজকের পৃথিবী।
তবে প্রাথমিক দিকে পৃথিবীর রং কী ছিল? বিজ্ঞানীদের মতে শুরুর দিকে পৃথিবীর রং ছিল বেগুনি। গবেষক শিলাদিত্য দাসশর্মা এমন তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, পৃথিবী প্রাথমিক সময়ে বেগুনি রংয়ের এককোষী অণুজীবদের দখলে ছিল। আর তাই তখন মহাকাশ থেকে পৃথিবীকে বেগুনি দেখাতো।
বিবর্তনের নিয়মে হারিয়ে যায় এসব অণুজীব। আর তারপর তাদের স্থান দখল করে নেয় সবুজ ক্লোরোফিল। তবে এ নিয়ে অন্য তত্ত্বও রয়েছে। ধারণা করা হচ্ছে ভিনগ্রহেও এমন বেগুনি রঙের প্রাণীর অস্তিত্ব রয়েছে।