শুরু হচ্ছে ফেরদৌস ওয়াহিদের ইছামতি ছবির শুটিং
জনপ্রিয় পপগায়ক ফেরদৌস ওয়াহিদ গানের পাশাপাশি সিনেমা নির্মাণও করেন। তার পরিচালনায় ‘কুসুমপুরের গল্প’ নামের একটি ছবি এর আগে মুক্তি পেয়েছিল।
এরপর ‘দুর্ধর্ষ অভিযান’ নামে আরেকটি ছবি নির্মাণ করছেন তিনি। এটির অর্ধেক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। পাশপাশি নতুন আরেকটি ছবি নির্মাণের কাজ হাতে নিয়েছেন তিনি। ইউটিউবের জন্য নির্মিতব্য এ ছবির নাম ‘ইছামতি’। এমদাদ আলী মাস্টারের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন ফেরদৌস ওয়াহিদ।
পরিচালনার পাশাপাশি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি। ছবিটির শুটিং শুরু হবে আগামী ২৫ অক্টোবর।
এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘বর্তমানে ইউটিউবের প্রতি দর্শকের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নাটকের সঙ্গে স্বল্পদৈর্ঘ্যরে ছবিও মুক্তি পাচ্ছে অনলাইন মাধ্যমে। অনেকদিন ধরেই তাই এ বিষয়টি নিয়ে ভাবছি। সম্প্রতি ছবিটির গল্প এবং অন্যান্য প্রস্তুতি শেষ হয়েছে। ২৫ অক্টোবর শুটিং শুরু করার ইচ্ছা আছে।
দর্শক যদি এটি গ্রহণ করেন তাহলে পরবর্তী সময়ে এ মাধ্যমে আরও কাজ করার ইচ্ছা আছে।’ এ ছবি ছাড়া শিগগিরই একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করবেন বলে জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী। অন্যদিকে নতুন পুরনো মিলিয়ে ২২টি গানের ভিডিও তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। এ জন্য তিনি ১০টি নতুন এবং ১২টি পুরনো গান নতুন করে রেকর্ড করেছেন।
এগুলো চলতি বছরের শেষদিকে ভিডিওসহ প্রকাশ করার পরিকল্পনা করছেন এ সঙ্গীতশিল্পী। গানগুলো প্রকাশের পর সঙ্গীতজগত থেকে বিরতি নেয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদ।
সূত্র: দৈনিক যুগান্তর।