শুরু হচ্ছে বাংলাদেশে ফ্লাওয়ার ফেস্ট
জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি দুটি যদি জোটে, অর্ধেক তার ফুল কিনে নিয়ো, হে অনুরাগী.. কোমলতা, পবিত্রতা আর ভালোবাসার প্রতীক ফুল। প্রিয় মানুষকে উপহার দিতেও ফুলই সেরা। হৃদয়ের গভীর শ্রদ্ধা জ্ঞাপনেও ফুলেল পবিত্রতা শেষ আশ্রয়। তাইতো ফুলকে স্থান দেয়া হয় সবকিছুর ওপরে। আমাদের নানা রকম আচারে ফুলের ব্যবহার চলছে আদিকাল থেকে। বর্তমানে এর চাহিদা ব্যাপক। ফুলের এই চাহিদা মেটানোকে দেয়া হয়েছে বানিজ্যিক রূপ। এই প্রক্রিয়ায় কর্মসংস্থানের সঙ্গে বেড়েছে অর্থ উপার্যন ব্যবস্থা। বৈচিত্র্যময় দেশি ফুলের সঙ্গে মানুষের পরিচয় বাড়ানো, ফুলের ব্যবহার বৃদ্ধি এবং ফুলের দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারন প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি আয়োজন করছে দুইব্যাপী বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৬। আগামী ২৯ থেকে ৩০ শে মার্চ দুই দিনব্যাপী এই মেলা চলবে বাংলাদেশ কৃষিবিদ ইনষ্টিটিউট (খামারবাড়িতে)। মেলায় ২০ জন ফুল ব্যবসায়ী ও ফুল সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মলেন এ তথ্য জানান বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম বলেন, বর্তমানে বাংলাদেশে ফুল অর্থকারী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন হচ্ছে। ১৯৮৩ সাল থেকে ৩০ দশক জমিতে রজনীগন্ধা ফুল চাষের মধ্য দিয়ে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন শুরু হয়। দেশে বর্তমানে ২৩টি জেলার ১৫ থেকে ১৬ হাজার কৃষক সরাসরি ফুল উৎপাদনের সঙ্গে জড়িত। হাজার হাজার শিক্ষিত বেকার ফুল চাষ ও ফুল ব্যবসা করে দূর করেছে বেকারত্ব। বছরে প্রায় সাত থেকে আট শত কোটি টাকার ফুল আমাদের দেশে উৎপাদিত হচ্ছে। দেশের উৎপাদিত ফুল দেশের চাহিদা মিটিয়ে কিছু কিছু বিদেশেও যাচ্ছে। তিনি বলেন, সরকারি-বেসরকারি জাতীয় অনুষ্ঠানসহ বিয়ে, জন্মদিন ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফুলের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের মানুষ এখন ফুল প্রচুর ব্যবহার করছে সে কারণে আমাদের দেশের ফুল চাষ, ফুলের বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। তবে ফুলের গুণগত মান বজায় রাখা এবং বাছাইকৃত প্যাকেজিং ফুল ক্রয় বিক্রয়ের প্রচলন নেই বললেই চলে। তাই ফুল সেক্টরকে টেকসই, শক্তিশালীকরণ ও রপ্তানীযোগ্য করতে হলে আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশের উৎপাদিত ফুলও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা সকলেরই মানসম্মত বাছাইকৃত প্যাকেজিং ফুল ব্যবহারের প্রতি অভ্যাস গড়ে তোলার প্রয়োজন আছে। একারণেই বাংলাদেশ ফ্লাওয়ার ফেষ্ট ২০১৬ এর আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন দেশি ফুল ডটকমের সিইও বুশরা আলম, উইনমিল অ্যাডভ্যাটাইজমেন্টের এমডি রিয়াজউদ্দিন মোশারফ প্রমুখ।