শোকস্তব্ধ শ্রী-হীন বলিউড

প্রয়াত শ্রীদেবী।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেত্রীর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড।

অমিতাভ বচ্চন: জানি না কেন এত অসহায় লাগছে।

প্রিয়ঙ্কা চোপড়া: আমার বলার কোনও ভাষা নেই। শ্রীদেবীকে যাঁরা ভালবাসতেন, সকলের প্রতি সমবেদনা। একটা কালো দিন।

প্রীতি জিন্টা: আমার অল টাইম ফেভারিট শ্রীদেবী নেই শুনে আমি শকড। ওঁর আত্মার শান্তি কামনা করি। ওঁর পরিবার শক্তি পাক।

বোমান ইরানি: খুব ভাঙল এই শকিং খবরটা শুনে। আমাদের শ্রীদেবীজি আর নেই। বনি এবং ওঁর পরিবারের প্রতি সমবেদনা।

নেহা ধুপিয়া: শ্রীদেবী ম্যাম নেই! আমরা আমাদের সবচেয়ে সূক্ষ্ম অভিনেত্রীকে হারালাম।

জ্যাকলিন ফার্নান্ডেজ: শ্রীদেবী, আমরা একজন আইকনকে এত তাড়াতাড়ি হারালাম।

সিদ্ধার্থ মলহোত্রা: শ্রীদেবী ম্যাম নেই শুনে সত্যিই শকড।

আদনান স্বামী: শেষরাতে শ্রীদেবীর খবরটা শুনে আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। অসাধারণ প্রতিভা। রেস্ট ইন পিস।

সুস্মিতা সেন: আমি শুনলাম শ্রীদেবী ম্যাম চলে গিয়েছেন। কান্না থামাতে পারছি না।

রবিনা টন্ডন: শকিং একটা খবরে ঘুম ভাঙল। কেন এমন হল? এত তাড়াতাড়ি চলে গেল শ্রী!
সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.