শোয়েব মালিক – সানিয়া মির্জার পুত্রের হাসি মুখের ছবি!
বয়স মাত্র ২ মাস। ইতিমধ্যেই যাকে বলে বিগ সেলিব্রিটি! একরত্তি ছেলের নাম ইজহান। বাবা-মা দুজনকেই খেলার দুনিয়া এক ডাকে চেনে। পাকিস্তানের তারকা অল রাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় টেনিসের অন্যতম সেরা আইকন সানিয়া মির্জার পুত্র সন্তানের জন্ম হয়েছে গত অক্টোবরে।
এর আগে বার দুয়েক সানিয়া ইনস্টাগ্রামে ছেলে ইজহানকে নিয়ে ছবি পোস্ট করলেও মুখ দেখা যায়নি। শনিবার গোটা দুনিয়া প্রথম দেখল ইজহানকে। ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হাসছে ইজহান। কী নিষ্পাপ, মন ভোলানো সেই হাসি! ছবির নীচে ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘দ্রুত গতির রাস্তায় জীবন কাটানোর মজাটাই অন্যরকম! গোটা দুনিয়াকে হ্যালো বলার এই তো সময়!’
উর্দু ভাষায় ইজহান শব্দের মানে সৃষ্টিকর্তার উপহার! টেনিস কোর্ট থেকে এখন অনেকটাই দূরে সানিয়া জানিয়েছেন, ২০১৯ সালের মাঝামাঝি ফিরবেন। ততদিনে ইজহান আর একটু বড় হয়ে যাবে। তবে, আপাতত ছেলের বায়নাক্কা সামলাতেই ভীষণ ব্যস্ত সানিয়া। ইনস্টাগ্রামে সানিয়া পুত্রের ছবি দেখার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন।