‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নিয়ে ফিরছেন অপু বিশ্বাস
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি দিয়ে আবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়াল এটি। ছবিটিতে অপু বিশ্বাসের নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। ছবিটির প্রথম কিস্তিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর।
নতুন ছবি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার বিশ্বাস কাজটি অনেক ভালো হয়েছে। আমার দর্শক-ভক্তদের বলব আপনাদের অপু বিশ্বাস সবসময় ভালো কাজ করেছে। এখনও করবে। দর্শকরা আমাকে অনেক বেশি করে বলতেন যে অপু বিশ্বাস কেন অন্য হিরোদের সঙ্গে কাজ করে না। এখন অন্য হিরোদের সঙ্গেও কাজ করবো।’
মাঝে নতুন কোন ছবিতে দেখা যায়নি অপুকে। এই ছবির মাধ্যমেই আবার নতুন করে বড় পর্দায় হাজির হচ্ছেন নায়িকা। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আব্রাম হওয়ার পর নতুন কোন ছবিতে অভিনয় করা হয়নি। মুক্তিও পায়নি। বাচ্চা নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। বেশ মুটিয়েও গিয়েছিলাম। তবে স্যোশালি দর্শকদের অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি।’
তবে মাঝে ‘পাঙ্কু জামাই’ মুক্তি পেলেও অনেক আগে কাজ করা ছিলো ছবিটির। বলা যায় নানা চড়াই উতরাইয়ের পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ই হতে যাচ্ছে অপু বিশ্বাসের ক্যামব্যাক ছবি। ছবিটি তাই হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানান এ নায়িকা।