‘সঞ্জীবদাকে উৎসর্গ করছি’

রুবেল পারভেজ :

নতুন লাইনআপ ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ প্রথমবারের মতো প্রকাশ করতে যাচ্ছে দলের প্রথম স্টুডিও অ্যালবাম ‘বেনানন্দ’। অ্যালবামটি তারা উৎসর্গ করেছে সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীকে। আগামীকাল এ শিল্পীর ৫১তম জন্মদিন সামনে রেখে অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে আজ। এসব নিয়েই কথা হয় বাপ্পা মজুমদারের সঙ্গে—

 

দলের প্রথম অ্যালবাম ‘বেনানন্দ’ বাজারে আসছে। এ সম্পর্কে জানতে চাই

‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ নামে আমাদের নতুন লাইন আপটিকে একটু এক্সপেরিমেন্টালিভাবে সাজিয়েছি। মূলত সেখান থেকেই প্রথমবারের মতো এ স্টুডিও অ্যালবাম বের করা। এতে মোট আটটি লোকগান থাকছে। আগামীকাল (আজ) এটির মোড়ক উন্মোচন হবে। আর সিডি আকারে বাজারে আসবে ডিসেম্বরের ১ তারিখ।

 

অ্যালবামটির গানগুলো নিয়ে বলুন

গানগুলোর তিনটি লালনের। এগুলো হলো— ‘জাত গেলো জাত গেলো বলে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘বাড়ির পাশে আরশি নগর’। তিনটি রাধারমণের ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’, ‘কারে দেখাবো মনের দুঃখ গো’ এবং ‘শ্যাম কালিয়া সোনা বন্ধুরে’। এছাড়া হাছন রাজার ‘আগুন লাগাইয়া দিলো কনে’ এবং মন মোহন দত্তের ‘বেনানন্দ’ শিরোনামের দুটি গান থাকবে। গানগুলোর সংগীতায়োজন করেছি আমি।

 

পরিচিত এ গানগুলো শ্রোতারা আবার কেন শুনবে?

শ্রোতারা পুরনো গান কেন শুনবে— এটি একটি কঠিন প্রশ্ন। যদিও আমরা ইচ্ছা করলেই অপরিচিত ও নতুন গান করতে পারতাম। কিন্তু এ গানগুলো করার কয়েকটি কারণ আছে। তাহলো বেশির ভাগ মানুষই এ গানগুলোকে পছন্দ করে। ফলে এ গানগুলোর মাধ্যমে শ্রোতাদের  সঙ্গে আমাদের যোগাযোগটা আরো বেশি সহজ হবে। তাছাড়া সুর ও ছন্দে কিছুটা নতুনত্বের কারণেও এটি সবার দৃষ্টি আকর্ষণ করবে বলে আমার বিশ্বাস।

 

 

অ্যালবামটি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করছেন কী কারণে?

সঞ্জীবদার ইচ্ছা ছিল একটি লোকগানের অ্যালবাম বের করার। তিনি আমাকে একবার বলেছিলেন, ‘একটি অ্যালবাম তো বের করলাম, এর পর কিন্তু বাপ্পা, আমরা লোকগাননির্ভর একটি অ্যালবাম বের করব।’ যথারীতি দুজন মিলে পরিকল্পনাও শুরু করে দিয়েছিলাম। কিন্তু তার পর তো তিনি চলেই গেলেন। মূলত তাকে দেয়া কথা রাখার জন্যই  অ্যালবামটি বের করা। এ কারণেই শ্রদ্ধা, ভালোবাসায় অ্যালবামটি সঞ্জীবদাকেই উৎসর্গ করছি।

 

দলের পরবর্তী পরিকল্পনা কী?

‘বেনানন্দ’ বের হওয়ার পর আমাদের পরবর্তী ইচ্ছা নজরুল ইসলামের গান নিয়ে একটি অ্যালবাম বের করার। এক্ষেত্রে প্রথম অ্যালবামের মতোই পরিকল্পনা নেয়া হয়েছে। নজরুলের কিছু পরিচিত গান নিয়েই হয়তো পুরো আয়োজন সাজাব।

 

আপনি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে প্লেব্যাক করবেন?

হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘ডিটেকটিভ’ নিয়ে অ্যানিমেশন ছবি নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির নাম ডিটেকটিভ। এ অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য একটি গানে কণ্ঠ দেব আমি।

 

আপনার অন্যান্য ব্যস্ততা সম্পর্কে জানতে চাই

নিয়মিত লাইভ কনসার্টে পারফর্ম করছি। এছাড়া আগামীকাল রাত ১১টায় রেডিও ফুর্তির আয়োজনে দলের সবাই মিলে ‘সঞ্জীব উৎসব’ পালন করব। কিছু সীমাবদ্ধতার কারণে সঞ্জীবদাকে নিয়ে বড় কোনো আয়োজন করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। বণিক বার্তা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.