সত্তরে ‘মিস ক্যালকাটা’ অপর্ণা সেন
সত্তরে ‘মিস ক্যালকাটা’ অপর্ণা সেন
তবে সকলের পরিচিত রীণাদিকে শুধুমাত্র সিনেমা জগতের লোক বললে ভুল হবে৷বহুমুখী প্রতিভাধর এই নারী পত্রিকা সম্পাদনাতে অথবা নিউজ চ্যানেল কাজে তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন৷৷তাছাড়া আবার রাজনৈতিক সংবেদনশীল এই মহিলাকে বহু সময় শাসক দলের কাজের বিরোধিতা করতেও দেখা গিয়েছে৷