সত্তরে ‘মিস ক্যালকাটা’ অপর্ণা সেন

সত্তরে ‘মিস ক্যালকাটা’ অপর্ণা সেন

মনে পড়ে ‘‘আমি মিস ক্যালকাটা 1976’’ গানটা৷ বসন্ত বিলাপ ছবিতে এই গানটা গাইতে দেখা যেত যে অপর্ণা সেনকে তিনিই এখন পৌঁছে গিয়েছেন সত্তরে ৷ ১৯৪৫ সালের ২৫ অক্টোবর কলকাতায় এই বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালকের জন্ম। প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনীর ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের সঙ্গে যোগাযোগ ছিল৷ ১৯৬১ সালে সত্যজিৎ রায়ের তিনকন্যা ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্র জগতে প্রবেশ৷ তাঁর বাবা ছিলেন সমালোচক তথা চলচ্চিত্র নির্মাতা চিদানন্দ দাসগুপ্ত এবং মা সুপ্রিয়া দাশগুপ্ত হলেন প্রখ্যাত বাংলা কবি জীবনানন্দ দাস এর পিসতুত বোন। অন্যদিকে তিনি হলেন কঙ্কনা সেন শর্মার মা৷ aparna1
পরবর্তীকালে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি, জনঅরণ্য এবং পিকু এই দুটি ছবিতেও অভিনয় করেন৷ আবার মৃণাল সেন পরিচালিত আকাশকুসুম, একদিন অচানক, মহাপৃথিবী ছবিতে তিনি অভিনয় করেছেন৷ আবার সমান তালে বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন পদ্মশ্রী পাওয়া এই অভিনেত্রী৷ উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায় সহ ওই সময়ের বহু নায়কের সঙ্গে সঙ্গে বহু হিট ছবির নায়িকা তিনি৷ এরই মাঝে হিন্দিতে অমিতাভ বচ্চন, শশী দিলীপ কুমার শত্রুঘ্ন সিনহার মতো নায়কদের সঙ্গে ও অভিনয় করেছেন৷ অভিনয় করতে ককরতে তিনি চলে আসেন ক্যামেরার পিছনে৷ ১৯৮১ সালে তাঁর পরিচালিত প্রথম ছবি ‘36 চৌরঙ্গী লেন’ মুক্তি পায়৷ যা মানিলা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা স্বরূপ গোল্ডেন ইগল পান৷ তাছাড়া এই ছবিটি জাতীয় পুরস্কার পায়৷ এরপর অভিনয়ের পাশাপাশি বহু বাংলা ও হিন্দী ছবি পরিচালনা করেছেন তিনি৷ বহুবার বিএফজেএ পুরস্কার লাভ করেছেন৷ পেয়েছেন পদ্মশ্রী খেতাব৷

aparna2

তবে সকলের পরিচিত রীণাদিকে শুধুমাত্র সিনেমা জগতের লোক  বললে ভুল হবে৷বহুমুখী প্রতিভাধর এই নারী পত্রিকা সম্পাদনাতে অথবা নিউজ চ্যানেল কাজে তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন৷৷তাছাড়া আবার রাজনৈতিক সংবেদনশীল এই মহিলাকে  বহু সময় শাসক দলের কাজের বিরোধিতা করতেও দেখা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.