সন্তানের জন্য জমি পুরস্কার
হ্যাঁ, এমন সিদ্ধান্তই নিতে চলেছে ইটালির সরকার৷ দেশটিতে শিশুজন্মের হার এ মুহূর্তে ইউরোপের মধ্যে সবচেয়ে কম৷ তাই অচিরেই আসছে এমন ঘোষণা, যার বদৌলতে পরিবারে তৃতীয় সন্তান এলেই দেয়া হবে জমি পুরস্কার৷
ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালিতেই শিশুজন্মের হার সবচেয়ে কম৷ ফলে তরুণ নাগরিকের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়ে চলেছে৷ গত বছর ইটালিতে মাত্র ৪ লক্ষ ৬৪ হাজার জন্ম নিবন্ধিত হয়েছে৷ ফলে জন্মহার বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার৷
জানা গেছে, উগ্র ডানপন্থি লিগ পার্টির এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বছরের খসড়া বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে৷ পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যেসব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে, তাঁদের বিনামূল্যে এক খণ্ড জমি দেয়া হবে৷ অবশ্য সব দম্পতিকেই যে জমি দেয়া হবে, এমনটা নয়৷ বিদেশিরাও এ পুরস্কার পেতে পারেন৷ তবে বলা হচ্ছে, যেসব পরিবার অন্তত দশ বছর ধরে যথাযথ অনুমতি নিয়ে ইটালিতে বসবাস করছেন, কেবল তারাই পাবেন এ সুযোগ৷
মূলত গ্রামের দিকের মানুষদের কথা ভেবেই এমন অভিনব একটি উদ্যোগ নিতে চলেছে সরকার৷ ইটালির কৃষিমন্ত্রী গিয়ান মার্কো চেনতিনাইয়ো এর পক্ষে যুক্তিও দেখিয়েছেন৷ তাঁর মতে, ‘‘গ্রামের দিকে এখনো মানুষ সন্তান নেয়৷” কৃষিমন্ত্রী আরো জানিয়েছেন, ইটালিতে এখন সরকারি মালিকানার প্রায় ৫ লক্ষ হেক্টর চাষযোগ্য জমি রয়েছে৷
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে জন্মহার বাড়ানোর উদ্যোগ নিলেও কাজটি মোটেই সহজ হবে না৷ উদ্যোগটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে৷ করিয়েরে ডেলা সেরা পত্রিকা প্রশ্ন রেখেছে, ‘‘বিনামূল্যে না দিয়ে, জমিগুলো তাঁদের কাছে বিক্রি করা হবে না কেন? বিক্রি করলে টাকাটা তো সরকারের নানা প্রয়োজনীয় খাতেই যাবে৷”
Source:dw.com/bn