সন্তানের পদবী হবে মির্জা মালিক : সানিয়া
এখনই সন্তানের কথা ভাবছেন না। তবে তার চাওয়া, সন্তান হোক মেয়ে। একই চাওয়া স্বামী শোয়েব মালিকেরও। ভারতের গোয়ায় এক অনুষ্ঠানে এমনটাই জানালেন টেনিস তারকা সানিয়া মির্জা। সাথে এই কথাও জানান, তার সন্তানের পদবী অবশ্যই মির্জা মালিক হবে।
গোয়া ফেস্ট ২০১৮-এ লিঙ্গ বৈষম্য শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন সানিয়া। তিনি বলেন, শ্রোতাদের একটি গোপন কথা বলতে চান তিনি। শোয়েবও তিনি এ নিয়ে আলোচনা করে ঠিক করেছেন, তাদের সন্তান হলে তার পদবী হবে মির্জা মালিক। শুধু বাবার পদবী নিয়ে মালিক নয়, থাকবে মায়ের পদবীও থাকবে।
লিঙ্গ বৈষম্য সংক্রান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সানিয়া বলেন, ছোটবেলায় আত্মীয়দের তার মা-বাবাকে বলতে শুনতেন, ছেলে হওয়া উচিত ছিল তাদের, তাহলে বংশ এগোতে পারত। কিন্তু তারা দুই বোন, কখনওই চাননি তাদের ভাই হোক। তাই এ নিয়ে কাকা-ফুপুরা কিছু বলতে এলেই তাদের সাথে ঝগড়া বাধত।
জানান, বিয়ের পর নিজের পদবী বদলাননি তিনি। এখনও তিনি শুধু সানিয়া মির্জা, নামে মালিক বসেনি কোথাও।