সপ্তম বছরে পা রাখল কালের কণ্ঠ

সপ্তম বছরে পা রাখল দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ। অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত কালের কণ্ঠ’র জন্মদিন উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পত্রিকার পক্ষ থেকে। প্রকাশিত হচ্ছে বিশেষ ক্রোড়পত্র। কালের কণ্ঠ’র ছয় বছরের অর্জন নিয়ে পর পর তিন দিন প্রকাশিত হবে ক্রোড়পত্র। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠ’র প্রধান কার্যালয় সাজানো হয়েছে বর্ণিল সাজে। আজ রবিবার সারা দিন দেশের নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনদের পদভারে মুখরিত থাকবে জনপ্রিয় এই পত্রিকার প্রধান কার্যালয়।

কালের কণ্ঠ’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বছরে পদার্পণের শুভক্ষণ উদ্যাপন করা হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায়। বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কেক কেটে শুভক্ষণের সূচনা করেন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি তাঁর পুত্র আহমেদ ওয়ালিদ সোবহান এবং কালের কণ্ঠ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অন্যান্য সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এ সময় কালের কণ্ঠ তার সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক জামিলুর রহমান, উপদেষ্টা সম্পাদক আমির হোসেন, কালের কণ্ঠের বিজ্ঞাপন বিভাগের প্রধান জেড এম আহমেদ প্রিন্স, উপমহাব্যবস্থাপক হারুনের রশিদ, সার্কুলেশন বিভাগের উপমহাব্যবস্থাপক মীর আবুল হাসানসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিক ও কর্মকর্তারা।

কালের কণ্ঠের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে পাঠক-শুভানুধ্যায়ী হিসেবে আপনিও আমন্ত্রিত। দিনের যেকোনো সময় আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত হবে কালের কণ্ঠের বিশেষ আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠের শুভসংঘের উদ্যোগে বিভিন্ন স্থানে বের হবে শোভাযাত্রা।

‘আংশিক নয়, পুরো সত্য’ স্লোগানে ২০১০ সালের ১০ জানুয়ারি আত্মপ্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্প দিনের মধ্যেই কালের কণ্ঠ দেশের অন্যতম জনপ্রিয় দৈনিকে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.