সবুজে স্বপ্নিল
সবুজে স্বপ্নিল
স্বপ্নিল আহমেদ। দেশের বাইরে থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করা এই তরুণীর মিডিয়ায় পথচলা শুরু চার বছর আগে। শুরুটা মডেলিং দিয়ে। সাকিব আল হাসানের সঙ্গে ‘লাইফবয় হ্যান্ডওয়াশ’-এর বিজ্ঞাপন ছাড়াও গ্রামীণফোন, প্রাণ, আরএফএলসহ অনেক পণ্যের মডেল হয়েছেন। এ মুহূর্তে তাঁর তিনটি টিভিসি প্রচারিত হচ্ছে। মডেলিংয়ের পাশাপাশি স্বপ্নিল উপস্থাপনাও করেছেন কয়েকটি টেলিভিশনে। একবুক স্বপ্ন নিয়ে মিডিয়ায় আসা স্বপ্নিল যেন স্বপ্নের মধ্য দিয়েই এগিয়ে চলেছেন। সুত্র: এনটিভি
ছবি : শামছুল হক রিপন