সম্প্রীতি -আ.ফ.ম.মোদাচ্ছের আলী
সম্প্রীতি
আ.ফ.ম.মোদাচ্ছের আলী
ঈদের খুশির রেশ ফুরোলেই
পূজোর বাদ্যি বাজে,
বিসর্জনের পর পরই
পূর্ণিমা রাত সাজে।
ফানুশ ওড়ে আকাশে
আনন্দ আজ বাতাসে,
সব মানুষের প্রীতি
কোন দেশটায় পাবে রে ভাই
এমন মধুর সম্প্রীতি।
এই আমাদের বাংলাদেশ।