সময়ের ছড়া নিয়ে সময়ের কথা
সেই আদিকাল থেকেই ছড়া সময়ের কথা বলে আসছে, অথবা অন্যভাবে বললে বলা যায় – ছড়া ইতিহাসের টুকরো টুকরো অংশগুলো তার হৃদয়ে ধারণ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌছে দেয়ার জন্য। বায়ান্নোর ভাষা আন্দোলন, উনসত্তরের গণআন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়কার ছড়া প্রজন্মের পর প্রজন্মের কাছে ছড়িযে দিচ্ছে সহজ সরল সাবলিল ভাষায়। স্বাধীনতা উত্তর পরবর্তী প্রতিটি সংকটময় সময় বা ক্রান্তিকালকে ছড়া সাবলিলভাবে ধারণ করেছে তার হৃদয়ে। এখনও কোন অনিয়ম, অবিচার দেখলে ছড়াকারের কলম গর্জে উঠে, এটা যেন ছড়াকারের কাঁধে বর্তে যাওয়া অলিখিত এক মহাদ্বায়িত্ব। মাত্র কয়েকটি লাইনের সাবলিল উপস্থাপনা, অনেক বড় লেখা বা অনেক কথার চেয়েও বেশী ভারি বা প্রতিবাদি বা হৃদয়গ্রাহি করে মানুষের মনের ভেতর ঠাঁই করে নেয়।
সম্প্রতি অনুষ্ঠিত চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলনে বিশিষ্ট চলচিত্র পরিচালক আমজাদ হোসেন ছড়ার অন্তমিলের ব্যাপারে ইংগিত করে বলেন, শুধুমাত্র ছড়ার অন্তমিলকে অধিক গুরুত্ব না দিয়ে চার লাইনের আসল কথা বলেন্। আসল কথা বলতে তিনি প্রতিবাদ বা প্রতিরোধের মূল কথাটিকেই প্রাধাণ্য দিতে বলেছেন বলেই আমার কাছে মনে হয়েছে। উনার কথা বিশ্লেষণের দাবি রাখে বলেই আমার কাছে মনে হয়েছে। কিন্তু কথা একটা থেকেই যায় – অন্তমিল ছাড়া কি ছড়া হয়? ছড়ার প্রাণই তো হলো অন্তমিল – যুগ যুগ ধরে সবাইতো সেটাই দেখে এসেছে। ছড়ার নান্দনিক সৌন্দর্যইতো অন্তমিলের মধ্যে নিহিত। উনার বক্তব্যে বিতর্কের নানা উপাদান আছে – সেটা না হয় থাক। কিন্তু বিতর্ক হলেই বা দোষ কিসের, সুন্দর একটি বিতর্কের মধ্যেওতো বের হয়ে আসতে পারে ছড়ার আর একটি উপাদান।
পাঠক, আমরা আপনাদের সেই ভাবনা বা চিন্তার কথা তুলে ধরতে চাই সবার কাছে। সময়ের ছড়া নিয়ে আপনাদের বিশ্লেষণ, চিন্তা বা ধারণা যাই হোক না কেন – আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা সবার কাছে পৌছে দেয়ার চেষ্টা করবো। সময়ের ছড়া বা ছড়া নিয়ে বিশ্লেষণধর্মী আপনার লেখার জন্য আমরা অপেক্ষা করছি।
আবদুল বাকী বাদশা
সম্পাদক
নিউজ এন ভিউজ বিডি ডট কম।