সাংবাদিকসহ বিভিন্ন পদে নিয়োগ দেবে বণিক বার্তা

বিজবাংলা মিডিয়া লিমিটেডের প্রকাশিত সংবাদপত্র দৈনিক বণিক বার্তায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংবাদপত্রটিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শিক্ষানবিশ প্রতিবেদক বা সাব-এডিটর পদে নিয়োগ দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার

স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে পিজিডিপিএম, পিজিডিএইচআরএম, এলএলবি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া কর্মক্ষেত্রে, বিশেষ করে মিডিয়ায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

শিক্ষানবিশ প্রতিবেদক বা সাব-এডিটর

স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাংবাদিকতা থেকে পাস প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হবে শূন্য থেকে তিন বছর।

কর্মস্থল ও বেতন

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানী ঢাকায়। পদটিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, হাসনে টাওয়ার (লেভেল-৮), ৩/এ কারওয়ান বাজার সি/এ, ঢাকা-১২১৫’ ঠিকানায়। এ ছাড়া ই-মেইল করা যাবে jobs@bonikbarta.com ঠিকানায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ এপ্রিল-২০১৬।

বিস্তারিত জানতে দৈনিক বণিক বার্তা প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

Bonik Barta ad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.