‘সাংবাদিকেদের সাথেও আমার এমন ছবি আছে, তাহলে আপনার সবাই কী আমার জামাই’

সম্প্রতি ফেসবুকে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। পাঠক ইতিমধ্যেই হয়তো এর কারণ অনুমান করতে পারছেন। তবে এমন স্ট্যাটাস পড়ে অনেকেই কিন্তু হতবাক হয়েছেন নায়িকার এমন হঠকারিতায়। আর যারা হঠাৎ তার এমন স্ট্যাটাসের কারণ এখনও বুঝে উঠতে পারছেন না তাদের শুধু এটুকু বলি, আজ রোববার অনিক আব্রাহাম নামের একজনের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরীমনির বেশ কিছু ছবি আপলোড করা হয়। সেখানে তাকে এক যুবকের কোলে বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে দেখা গেছে। ছবিতে ফুটে ওঠা গ্রাম্য পরিবেশ দেখে স্পষ্ট বোঝা যায় ছবিগুলো পুরনো। এবং এটাও স্পষ্ট যে, সেগুলো পরীমনির অতীত দিনেরই ছবি। ছবিগুলো প্রকাশিত হওয়ার পর মৌচাকে যেন ঢিল পড়ে। পরীমনিকে নিয়ে শুরু হয় আলোচনা। সেই আলোচনার জবাব পরীমনি ফেসবুকে এভাবেই দিয়েছেন। তিনি ফেসবুকে আরো লিখেছেন : ‘এ রকম পিক তো আপনারা যারা আজ এই নিউজ করেছেন আপনাদের সাথেও আছে। যেটা এই ছবির তুলনায় অনেক বেশি কাছাকাছি হবে। তাহলে আপনার সবগুলোই আমার জামাই।’ পরীমনি এখানেই থেমে যাননি। তিনি এরপর অনুরোধ জানিয়ে লেখেন : ‘যে বা যাহারা আমার ক্ষতি করবেন বলে এসব করছেন তাদের বলছি, আমার ক্ষতি না বরং আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন। একচুয়ালি জার্নালিস্টদের প্রতি রেসপেক্ট রেখে বলছি আপনারা প্লিজ ভিত্তিহীন নিউজ করবেন না।’ পরীমনির কথার প্রসঙ্গ ধরেই বলি, পরীমনির এই স্ট্যাটাস, নাকি অনিক আব্রাহামের পোস্ট করা ছবি অথবা এ প্রসঙ্গে প্রচারিত সংবাদ- কোনটি ভিত্তিহীন তা তাকেই প্রমাণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.