সাকিবকে নিয়ে মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

আগামী এক বছর সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। কারণ এক বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছে আইসিসি। এ ঘটনায় মর্মাহত তার সতীর্থরা। তবে সমবয়সী মুশফিকুর রহিমের কষ্ট একটু বেশিই কারণ ক্রিকেটে তাদের যাত্রা একই সময়ে। দীর্ঘ সময় মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তারা। গড়েছেন রেকর্ড। তাই এই কঠিন সময়ে সাকিবের পাশে থাকার কথা জানালেন তিনি।

নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘বয়স ভিত্তিক দল… আন্তর্জাতিক ক্রিকেট… ১৮ বছর ধরে একসাথে ক্রিকেট খেলছি… তোমাকে ছাড়া মাঠে খেলতে হবে- এ কথা ভাবতেই কষ্ট হচ্ছে। আশা করছি, খুব দ্রুত একজন চ্যাম্পিয়নের মতোই ফিরবে তুমি। সব সময় আমার এবং পুরো বাংলাদেশের সমর্থন পাবে। মনোবল শক্ত করো, ইনশাআল্লাহ…।’

স্ট্যাটাসের শেষে মুষ্টিযোদ্ধার মতো লড়াইয়ের ইমোটিকন দিয়েছেন মুশফিক।