সাকিব-মুশফিকের ব্যাটে টাইগারদের রানের পাহাড়

দীর্ঘ দিন পর যেন আবার বাংলাদেশের জন্য আসলো আলোকিত একটি দিন, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এক মহাকাব্যিক ইনিংস থেকে এলো ডাবল সেঞ্চুরি, সেই সুবাদে বাংলাদেশও ক্রমশ এগিয়ে যাচ্ছে রানের পাহাড়ের দিকে,    নিউজিল্যান্ড বোলারদের ভালোভাবেই মোকাবিলা করছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়েলিংটনে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের ২৭৪ বলে ২১৭ রানের ইনিংসটি ছিল ৩১টি চার দিয়ে সাজানো।  আর মুশফিকের ১৫৯ রানের ইনিংসটি ২৩ চার ও একটি ছক্কায় দিয়ে সাজানো। সাকিব-মুশফিক পঞ্চম উইকেট জুটিতে  ৩৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

দ্বিতীয় দিনে বাংলাদেশ ৭ উইকেটে ৫৪২ রান সংগ্রহ করেছে।

আগের দিন বৃষ্টি ও আলোর স্বল্পতার কারণে ইনিংস তেমন বড় না হলেও তিন উইকেটে ১৫৪ রান করে টাইগার সমর্থকদের আশাবাদী করেছিল মুশফিক বাহিনী। প্রথম ইনিংসের শুরুতেই ইমরুল আউট হয়ে গেলেও তামিম-মুমিনুল ভালোভাবেই সামাল দেন কিউই বোলারদের।

সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিন মুমিনুলের সেঞ্চুরির আশা করেছিল টাইগার সমর্থকরা। কিন্তু ৪৪তম ওভারের তৃতীয় বলে মুমিনুল আউট হয়ে গেলেন টিম সাউদির দুর্দান্ত এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

মুমিনুল ৬৪ রান করে সাজঘরে ফিরে যাওয়ার ধাক্কা সামলে নেন সাকিব-মুশফিক। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে তিন শতাধিক রানের জুটি গড়ে দলকে রানের পাহাড় গড়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান প্রথম দিনে অপরাজিত ৬৪ রান করা মুমিনুল হক।

দলীয় ১৬০ রানের মাথায় কিউই বোলার টিম সাউদির বলে দ্বিতীয় দিনে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই আউট হন মমিনুল।

এরপরই মাঠে নামেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। জুটি বাঁধেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে।

প্রথম দিকের চাপ সামাল দিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতির আগেই এ জুটির ব্যাট থেকে আসে ১১৯ রান।

এর আগে বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে বাংলাদেশ। প্রথম দিন শেষে মুমিনুল হক ৬৪ এবং সাকিব আল হাসান ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।

বৃহস্পতিবার ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ১ রান করেই টিম সাউদির বলে আউট হন ইমরুল কায়েস। ইমরুল আউট হলেও কিউই বোলারদের ওপর তাণ্ডব চালান ওপেনার তামিম ইকবাল।

ট্রেন্ট বোল্ডের বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৫৬ রান করেন তামিম।

এরপর তৃতীয় উইকেটে মুমিনুল-মাহমুদউল্লাহ ৮৫ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ রান করে ওয়েনগারের বলে আউট হন। পরে মুমিনুল হকের সঙ্গে জুটি বাঁধেন সাকিব। সাকিব ৫ রান করলে আলোর স্বল্পতার কারণে মাত্র ৪০.২ ওভারেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। এর আগে অবশ্য কয়েকবার বৃষ্টি হানা দেয়।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়

Shakib 200

সাকিবের  এক মহাকাব্যিক ইনিংস

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সাকিব আল হাসান টপকে গেলেন বাংলাদেশের পক্ষে এতদিনের সর্বোচ্চ টেস্ট রানের মালিক তামিম ইকবালকে।

বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিবের সংগ্রহ ২১৭ রান, নিজের করে নিলেন তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিকে।

আর এই রেকর্ড গড়ার পথে তিনি অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে গড়েছেন আরও রেকর্ড। সেটি দেশের পক্ষে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।

এই জুটির সংগ্রহ ছিল ৩৫৯ রান – আর পঞ্চম উইকেট জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোন প্রতিপক্ষের এটি সর্বোচ্চ রান।

মুশফিক আউট হয়েছেন ১৫৯ রানে – সাকিবের ছায়ায় ঢাকা না পড়লে এটিও হতে পারতো বাংলাদেশের পক্ষে আলোচিত একটি ইনিংস।

সাকিব আল হাসান ভেঙ্গেছেন তামিমের করা ২০১৫ সালের সর্বোচ্চ রানের রেকর্ড – ২০৬ রান, যা তিনি করেছিলেন খুলনায় পাকিস্তানের বিপক্ষে।

বৃহস্পতিবার বেসিন রিজার্ভে যখন টেস্ট ম্যাচটি শুরু হয়, তখন ধারনা করা হয়েছিল যে কন্ডিশন পুরোপুরিই নিউজিল্যান্ডের অনুকূলে।

তবে সবুজ পিচের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মধ্যে প্রথম দিন শেষে বাংলাদেশ বেশ শক্ত অবস্থানেই ছিল।

আর দ্বিতীয় দিন শেষে বলা যায় সফরকারীরা ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের করে নিয়েছে।

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৪২।

তৃতীয় দিনের শুরুতে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সে ব্যাপারে অবশ্য অধিনায়ক মুশফিক ধারণা দিয়ে রেখেছেন।

জানিয়েছেন দিনের শুরুতে আবারো ব্যাট হাতে মাঠে নামবে বাংলাদেশ, যোগ করতে চাইবে আরও ৫০ থেকে ৬০ রান।

আর তারপর একটি চমৎকার পরিকল্পনা করে তা বাস্তবায়নের চেষ্টা চালাবে বাংলাদেশের ক্রিকেটাররা। বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.