সাজে থাকুক লাল-সবুজ
অনেক দাম দিয়ে কেনা আমাদের স্বাধীনতা, লাল-সবুজ পতাকা। স্বাধীনতা দিবস আমাদের গৌরবের মাস। আর এই গৌরবের রং লাল-সবুজ আমরা ধারণ করি সাজসজ্জাতেও। তাইতো দেশি ফ্যাশন হাউসগুলোতে থাকে লাল-সবুজের আধিক্য। শাড়ি, পাঞ্জাবি, শার্ট, কুর্তা, ফতুয়া, স্কার্টে আনা হয় বিজয়ের আমেজ। -নারীরা পোশাকের ক্ষেত্রে পরতে পারেন লম্বা হাতার ব্লাউজের সঙ্গে লাল পাড়ওয়ালা সবুজ শাড়ি। অথবা সবুজ পাড়ওয়ালা লাল শাড়ি। এ ক্ষেত্রে জামদানি, সুতি বা খাদি কাপড়ের শাড়ি পরতে পারেন। যারা এক রঙের শাড়ি পরবেন তারা লাল-সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। প্রয়োজনে ব্লাউজের হাতায় লেস লাগিয়ে নিন। দেখতে আরও সুন্দর লাগবে। -যারা শাড়ি পরতে চান না তারা লাল-সবুজ সালোয়ার-কামিজ পরতে পারেন। অথবা যারা জিন্স পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা ফতুয়া পরতে পারেন। এ ক্ষেত্রে লম্বা হাতা ও উঁচু গলা মানানসই হবে। আবহাওয়ায় যেহেতু শীত শীত ভাব তাই শাল ব্যবহার করতে পারেন। -যাদের এ উপলক্ষে কাপড় কেনা হয়নি তারা চাইলে সাজসজ্জাতে লাল-সবুজ ভাব রাখতে পারেন। যেমন— কপালের টিপ, চুড়ি, ওড়না, কাঁধে ঝোলানো ব্যাগ, কানের দুল, নেইলপলিশ, হাতের আংটি, চুলের খোঁপা সবকিছুতে থাকতে পারে লাল-সবুজের প্রাধান্য। -সাজের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন চাকচিক্য না হয়। লাল-সবুজ যেহেতু একটি গর্জিয়াস রং তাই মেকআপটা যেন হাল্কা হয়। সেক্ষেত্রে সবুজের পরিমাণ বেশি এবং লালের পরিমাণ তুলনামূলক কম হলে ভালো লাগবে। লাল-সবুজ-গোল্ডেন তিন রঙের শেড মিলিয়ে দিতে পারেন চোখের পাতায়। এবার মোটা করে কাজল টেনে নিন। কপালে দিন বড় গোল টিপ। দেখুন সুন্দর মানিয়েছে।
-হাত ভর্তি লাল-সবুজ চুড়ি পরতে পারেন। এ ক্ষেত্রে কাচের চুড়ি বেশি মানায়। চাইলে রেশমি চুড়ি, বালা টাইপের লাল-সবুজ চুড়ি বা ব্রেসলেটও দিতে পারেন। চুড়ির দাম নির্ভর করবে ধরনের ওপর। মাটি, প্লাস্টিক, মেটাল ও কাঠের তৈরি এক জোড়া চুড়ি পাবেন ৮০-২০০ টাকায়। -মেয়েদের পোশাকের সঙ্গে মিল রেখে পাওয়া যাচ্ছে লাল-সবুজ রঙের গয়না। এসব অনুষঙ্গের পসরা বসে চারুকলার সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায়, নিউমার্কেট ও দেশী ফ্যাশন হাউসগুলোতে। আপনার হাতের নাগালের মধ্যেই কিনতে পারবেন এসব। সাদামাটা চেনের সঙ্গে থাকা লাল-সবুজ পতাকার আদলে তৈরি মাটির লকেট মানিয়ে যাবে যে কোনো দেশী পোশাকের সঙ্গে। -পুরুষেরা বিজয়ের দিবসে বেছে নিতে পারেন টি-শার্ট। যারা পাঞ্জাবি পরতে চান তারা খাদি কাপড়ের পাঞ্জাবি বাছাই করতে পারেন। দেশী বিভিন্ন ফ্যাশন হাউসে পাবেন লাল-সবুজ সংমিশ্রণে নানা ডিজাইনের পোশাক। -পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পায়জামা অথবা আকাশি রঙের জিন্স পরতে পারেন। কাঁধে রাখতে পারেন চাদর অথবা শাল। -পতাকা বেঁধে নিতে পারেন হাতে বা কপালে। চাইলে পতাকার রঙে রাঙানো রিস্টব্যান্ড পরতে পারেন হাতে। চোয়ালে বা হাতে আঁকিয়ে নিতে পারেন বিজয় দিবসের নানা ট্যাটু।