সাদা দাড়িওয়ালা এই বৃদ্ধকে চিনতে পারছেন?
লম্বা সাদা কোঁকড়ানো দাড়ি-গোঁফ। সাদা ভ্রূ, প্রকাণ্ড নাকের ওপর হাই পাওয়ারের চশমা। কপালে বলিরেখা স্পষ্ট। মাথায় পরে থাকা ফেজ টুপির উপরই স্কার্ফ জড়ানো। গায়ে হালকা আকাশি রঙের কুর্তা। দেখুন তো এই বৃদ্ধটিকে চিনতে পারছেন কিনা?
কিছুটা আন্দাজ করতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়। হ্যাঁ, ইনিই অমিতাভ বচ্চন। পরিচালক সুজিত সরকারের আগামী ছবি ‘গুলাবো সিতাবো’-র জন্য এমনই অভিনব অবতারে দেখা যাবে বিগ বি-কে।। জানা যাচ্ছে, পরিচালকের কাছ থেকে প্রথমবার এই লুকটা কথা জানার পরই উৎসাহী হয়ে পড়েন অমিতাভ বচ্চন। এই চরিত্রে অভিনয় করাটা নতুন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন তিনি। এই বিশেষ মেকআপের জন্য নাকি শুটিং শুরুর আগে ঘণ্টার পর ঘণ্টা তাঁকে সময় দিতে হত। শুধু তাই নয় বিদেশ থেকে বিশেষ টিম আনা হয়েছিল এই লুকটা তৈরি করার জন্য।
অভিনয় একটা শিল্প। আর অভিনয়শিল্পীরা তুলে ধরেন এই শিল্পকে। অভিনয়ের প্রয়োজনে কখনোবা তাদের হতে হয় বহুরূপী। বাহ্যিক ও অভ্যন্তরীণ দু’টোর পরিবর্তনে ফুটে ওঠে মূল অভিনয়শিল্প। এরকমই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজেকে বিভিন্ন রূপে তুলে ধরে চমকে দিয়েছেন দর্শকদের। তার চমৎকার অভিনয় দক্ষতায় মুগ্ধ হননি এমন বলিউড ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। আবারও ভিন্ন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন প্রবীণ এই অভিনেতা।
ছবিতে দেখা যায়, চোখে গোল ফ্রেমের চশমা। মুখ ভর্তি দাড়িগোঁফ। মাথায় টুপি পরা। পোশাকে গরীব মুসলিম। নতুন লুকে অমিতাভকে অন্যরকম লাগছে। একই সঙ্গে ৭৪ বছর বয়সে এসেই নিজেকে নানা পরীক্ষা করে যেন প্রমাণ করতে চাইছেন, এই প্রজন্মেও তিনি অপরিহার্য।
অভিনেতার আগামী ছবি ‘গুলাবো সিতাবো’র জন্য নতুন সাজ নিয়েছেন তিনি। ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানা। সহ প্রযোজক রনি লাহিড়ি এবং শীল কুমার। আগামী বছরের ২৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
অমিতাভ ছাড়াও এই ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। ছবিতে অমিতাভকে দেখা যাবে আয়ুষ্মানের বাড়িওয়ালার চরিত্রে। ছবির প্রযোজক রনি লাহিড়ি জানান, আয়ুষ্মানের আরও একটি ছবি ‘বালা’-র শুটিং শেষ হলেই এই ছবিতে যোগ দেবেন তিনি। সম্ভবত আগস্টেই ছবির প্রথম ভাগের শুটিং শেষ হয়ে যাবে।
‘গুলাবো সিতাবো’ ছবির পটভূমিকা লখনউ। ছবির দ্বিতীয় ভাগের শুটিং শুরু হবে অক্টোবর মাসে। রাশিয়া, UK, ইউরোপ এবং উত্তর ভারতে হবে শুটিং। প্রসঙ্গত, এর আগেও সুজিত সরকারের ছবিতে দেখা গিয়েছে অমিতাভ ও আয়ুষ্মানকে। সুজিতের ‘পিকু’ ছবিতে দেখা গিয়েছিল বিগ বি ও দীপিকা পাডুকোনকে। আয়ুষ্মানের প্রথম ছবি ‘ভিকি ডোনর’ও সুজিতের হাত ধরেই। বক্স অফিসে প্রচুর সাফল্য পেয়েছিল এই ছবি।
বেশ কয়েকদিন আগে অভিনেতা টুইটারে লিখেছিলেন, একটা ছবি শেষ হচ্ছে তো আরেকটা শুরু হচ্ছে। সেই সঙ্গে বদলাচ্ছে লোকেশন, সহকর্মী, শহর আর কাস্ট অ্যান্ড ক্রিউ। আর লুক! সেটা পরে ছবিতেই দেখতে পাবেন।
ছবির পটভূমিকায় রয়েছে লখনৌ শহর। এটি কমেডি ঘরানার ছবি। জুহি চতুর্বেদীর সঙ্গে চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুজিত সরকার। সূূত্র : জি২৪ ঘণ্টা।