সানিয়ার সাইন আউট
আগামী মাসে মা হতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট তারকা শোয়েব মালিকের স্ত্রী ও ভারতের টেনিস কন্যা সানিয়া মির্জা। আর তাই এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বাজে মন্তব্য এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকছেন তিনি। গত বুধবার গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সোস্যাল মিডিয়া থেকে নিজেকে সাইন আউট করে রাখেন সানিয়া মির্জা। টুইট করে শোয়েব মালিক পত্নী জানান, ‘ভারত-পাকিস্তানের ম্যাচের আগে কয়েকদিনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাইন আউট হচ্ছি। জানি, আগামী কয়েক দিন কিছু অসুস্থ মানুষ অযৌক্তিক কমেন্টস করে ভরিয়ে দেবে। আমি একজন অন্তঃসত্ত্বা নারী, আমায় একা থাকতে দাও। পরে কথা হবে। ভুলে যাবেন না, এটা শুধুই একটা ক্রিকেট ম্যাচ (ভারত-পাকিস্তান)।’ শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সানিয়া মির্জাকে প্রায়ই আক্রমণের মুখে পড়তে হয়।
মা হওয়ার খবর পোস্ট করেও রক্ষা পাননি। কমেন্টে লেখা হয়, ‘পাকিস্তানের জনসংখ্যা বাড়লো।’