সাশ্রয়ী মূল্যে লুমিয়া ৫৫০ বাজারে আনল মাইক্রোসফট
অবশেষে লুমিয়া ৫৫০ স্মার্টফোন নিয়ে মুখ খুলেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। বেশ কয়েক দফা তথ্য ফাঁস হওয়ার পরও ডিভাইসটির ব্যাপারে মুখে কুলূপ এঁটে রেখেছিলো বিল গেটসের প্রতিষ্ঠান। সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ফোরজি স্মার্টফোনটি চলতি সপ্তাহ থেকে ইউরোপের বাজারে পাওয়া যাবে। আর পরের সপ্তাহ থেকে উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোন বিশ্বের অন্যান্য অঞ্চলের বাজারেও পাওয়া যাবে।
ইউরোপের বাজারে লুমিয়া ৫৫০ কিনতে খরচ পড়বে ১৩৯ মার্কিন ডলার। এটি লুমিয়া সিরিজের সবচেয়ে কমদামী ডিভাইস বলে দাবী করেছে মাইক্রোসফট।
ডিভাইসটিতে থাকা বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে মাইক্রোসফট এজ ব্রাউজার, আউটলুক মেইল, ওয়ানড্রাইভ, মাইক্রোসফট অফিস, ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট কর্টানা এবং গ্ল্যানস স্ক্রিন। গ্ল্যানস স্ক্রিন মূলত ডিভাইস লক থাকা অবস্থায় নোটিফিকেশন পড়ার সুবিধা দেবে।
লুমিয়া ৫৫০ স্মার্টফোনে ৭২০X১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৪.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল ঘনত্ব ৩১৫ পিপিআই। ডিভাইসটিতে ১.১ গিগাহার্টজের কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ এসওসি, অ্যাড্রেনো ৩০৪ জিপিও রয়েছে। ১জিবি র্যা মের এই ডিভাইসে ৮জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ২০০জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। ইউএসবি টাইপ-সি পোর্টের পরিবর্তে এতে মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটি ফোরজি এলটিই, ব্লুটুথ ৪.১, ইউএসবি ২.০, ওয়াই-ফাই ৮০২ এবং এফএম রেডিও ও এ-জিপিএস সমর্থন করবে। এতে ২১০০এমএএইচ ব্যাটারি থাকবে। সূত্র: এনডিটিভি