সিলিন্ডার নয় ডেস্কটপ

এবার সিলিন্ডার আকৃতির ডেস্কটপ আনলো স্যামসাং। অপরদিকে ফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় অবশেষে বন্ধই করতে হলো দক্ষিণ কোরিয়ান বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন। এমন পরিস্থিতিতে সিলিন্ডার আকৃতির একটি ডেস্কটপ বাজারে ছাড়লো প্রতিষ্ঠানটি।

ডেস্কটপ পিসিটির নাম আর্টপিসি পালস। এটি দেখতে ম্যাক প্রো পিসির মতো। ডেস্কটপটির বিশেষত্ব হচ্ছে- এতে রয়েছে সম্পূর্ণ মেটাল ডিজাইনে তৈরি। এই সিপিইউটিতে রয়েছে ৩৬০ ডিগ্রি অমনি ডিরেকশনাল স্পিকার।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ডেস্কটপ সিপিইউটি ১০.৭ ইঞ্চি দৈর্ঘ ও প্রস্থ ৫.৫ ইঞ্চি। এতে রয়েছে ২.৭ গিগাহার্জের ইন্টেল কোর আই ৫ প্রসেসর, ৮ জিবি ডিডিআর ৪ জিবি র‌্যাম, ২ জিবি এএমডি র‌্যাডিওন আরএক্স ৪৬০ গ্রাফিক্স কার্ড এবং ২৫৬ জিবির এসএসডি হার্ডডিস্ক।

নেটওয়ার্ক কানেকটিভিটির জন্য পিসিতে রয়েছে ইউএসবিসি পোট এবং আরও চারটি ইউএসবি পোর্টস। পিসিটির মূল্য রাখা হয়েছে ১১৯৯ ডলার। পিসিটি কেনার জন্য যুক্তরাষ্ট্রের অ্যামাজনে প্রি-অর্ডার দেয়া যাচ্ছে। সূত্র: জেটনেট ও মেডান ডটট্রিবিউননিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.