সুপ্রভাত শিশু উৎসব শনিবার
চট্টগ্রামের ডিসি হলে আগামী শনিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে শিশু উৎসব। সুপ্রভাত বাংলাদেশের নয় মাসের ‘এগিয়ে চলো চট্টগ্রাম’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই শিশু উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রথম পর্বে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হবে গান, নাচ, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, জাদুসহ আরও অনেক কিছু।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের (প্রথম-চতুর্থ শ্রেণি) বিষয় ‘ইচ্ছেমতো আঁকো’, খ গ্রুপের (পঞ্চম-সপ্তম শ্রেণি) বিষয় ‘আমাদের দেশ’ এবং গ গ্রুপের (অষ্টম-দশম শ্রেণি) বিষয় ‘ভোর’।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফরম বাতিঘর (প্রেস ক্লাব ভবন), ফুলকি, আলমের চায়ের দোকান (শিল্পকলার সামনে), কারেন্ট বুক সেন্টার (জলসা ভবন) ও অজন্তা লাইব্রেরিতে (চকবাজার) পাওয়া যাচ্ছে। এছাড়া সুপ্রভাত বাংলাদেশ কার্যালয় থেকেও ফরম সংগ্রহ করা যাবে। সূত্র: ইত্তেফাক।