সেই আকাশের হিরো

২০০৯ সালে হাডসন নদীতে ১৫৫ জন যাত্রী নিয়ে নেমে পড়েছিল বিমান৷ পাইলট ছিলেন চেসলে শুলেনব্যর্গার৷ কিন্তু তিনি পানিতে বিমানটি অবতরণ করাতে পারায় প্রাণে বেঁচেছিলেন যাত্রীরা৷

২০০৯ সালে সংঘটিত ক্যাপ্টেন চেসলে কর্তৃক গ্লাইডিং এর কাহিনিটি সর্বাধিক আলোচিত, যেখান একটি পাখির সঙ্গে ধাক্কা লেগে সম্পূর্ণ ইঞ্জিন অকার্যকর হয়ে যাওয়ার পরেও নিউইয়র্কের হাডসন নদীতে এ-৩২০ প্লেনটিকে সফলভাবে গ্লাইডিং করতে সক্ষম হয়েছিলেন তিনি। ফলে প্লেনটির ক্রুসহ ১৫৫ জন যাত্রী জীবিত ছিল। সেই অনবদ্য কৃতিত্বের জন্য ক্যাপ্টেনকে পুরষ্কার দেয়া হয়।

শিসলির এই কৃতিত্ব এতটাই চিত্তাকর্ষক ছিল যে, সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে, যেখানে টম হ্যাংকস শিসলির ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়াও ১৯৮২ সালে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ৯- এর জাকার্তাগামী একটি বোয়িং ৭৪৭ বিমান গন্তব্য থেকে প্রায় ১১০ মাইল দূরে আগ্নেয়গিরির কাছাকাছি একটি স্থানে সফলভাবে গ্লাইডিং করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.