সেট টপ বক্সেই এবার ইন্টারনেট সার্ফিং

এবার আপনার বাড়ির টিভিটাই হয়ে উঠবে স্মার্ট টিভি। শুধু চ্যানেল সার্ফিং নয়, একইসঙ্গে করতে পারবেন ইন্টারনেট সার্ফিংও। এমনই উপায় নিয়ে আসছে টাটা স্কাই আর ভিডিওকনের মত সংস্থা। এইসব সংস্থার নতুন সেট টপ বক্সে এবার থেকে থাকবে ইন্টারনেট সার্ফিংয়ের ব্যবস্থাও।

নতুন প্রজন্মের এই সেট টপ বক্সে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। যাতে টিভি দেখার বাইরেও আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে। এতে আপনার ঘরের টিভিটাই হবে স্মার্ট টিভি। আর পুরো বিশ্বের সঙ্গে কানেকটিভিটি বাড়বে। একইসঙ্গে থাকবে টিভি, ডিটিএইচ ও ইন্টারনেট।

টাটা স্কাইয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই নয়া পরিষেবার জন্য অতিরিক্তি কোনও টাকা নেওয়া হবে না। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে নতুন এই সেট টপ বক্স। টাটা স্কাইয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার হরিত নাগপাল বলেন, ‘আমরা শুধুই ডিটিএইচ অপারেটর হয়ে থাকতে চাই না। গ্রাহকরা যতরকম চায়, ততরকম পরিষেবা দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.