স্পিড গান
বেঁধে দেয়া গতি না মেনে গাড়ি চলাচল ঠেকাতে মহাসড়কে বিশেষ যন্ত্র ব্যবহার শুরু করেছে হাইওয়ে পুলিশ। এই যন্ত্রের নাম ‘স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিন’। কোনো গাড়ি নির্ধারিত গতি সীমা না মানলেই ধরা পড়ছে এই যন্ত্রে, আর ব্যবস্থা নেয়া হচ্ছে তাৎক্ষণিক। ঈদের আগে থেকে মানিকগঞ্জ পুলিশের এই উদ্যোগ বেশ কার্যকর প্রমাণ হয়েছে। বাড়ি ফেরা ও নগরে ফেরার সময় দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি হলেও এই মহাসড়ক তুলনামূলকভাবে নিরাপদ ছিল। অতিরিক্ত গতিতে চলা যানবাহন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় এটি সম্ভব হয়েছে-বলছেন পুলিশ কর্মকর্তারা। মানিকগঞ্জ পুলিশ বলছে, গাড়ির গতিসীমা মাপতে ‘স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিন’ সারা দেশেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারে। কারণ, সে ক্ষেত্রে চালকরা জানবে অতিরিক্ত গতিতে চললেই ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।
যেসব এলাকায় চালকরা অতিরিক্ত গতিতে গাড়ি চালান সেসব এলাকায় স্পিড ডিটেক্টর মেশিন চালু করে যানবাহনের সামনের নম্বর প্লেটের দিকে তাক করে ক্লিক করা হয়। এরপরই অতিরিক্ত গতির বিশদ বর্ণনা মেশিন থেকে প্রিন্ট হয়ে আসে। কোন চালক যদি চ্যালেঞ্জ করেন তাহলে তাকে মেশিন থেকে বের হওয়া নথি দেখানো হয়।
ছবি ও তথ্য: দেশ বিদেশে ।