স্বপ্নজাল
সফল ছবি ‘মনপুরা’র পর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। এর চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি। শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। চাঁদপুরের নদীতে, পুরনো বাড়িতে, মাছের আড়তে, কলকাতার থিয়েটারসহ নানান জায়গায় ছবির শুটিং করেছেন এই জনপ্রিয় নির্মাতা। আর লম্বা সময়ের এই জার্নিতে ছিলেন ছবির প্রধান দুটি চরিত্র শুভ্রা এবং অপু। তাদের সম্পর্কের রসায়নে তৈরি হয়েছে এই ছবি।
ছবিতে শুভ্রা চরিত্রে পরীমনি এবং অপু চরিত্রে ইয়াশ রোহান (নবাগত) অভিনয় করেছেন।