স্বপ্ন আমার
রকিবুল ইসলাম
স্বপ্ন আমার আকাশ ছোঁয়া
দূর সীমানায় ঘুড়ির লেজে
স্বপ্ন আমার হাওয়ায় উড়ে
হাজার রঙের জোনাক সেজে।
স্বপ্ন আমার ঝুমুর ঝুমুর
আলতা রাঙা নুপুর পায়ে
স্বপ্ন আমার ভাসতে থাকে
পাল উড়ানো মাঝির নায়ে।
স্বপ্ন আমার আমন ধানের
বীজ বুনা ঐ চাষির মুঠে
স্বপ্ন আমার যায় না ধরা
দিন রাত্রি বেড়ায় ছুটে।