স্বপ্ন লোক
এয়াকুব সৈয়দ
চার দেয়ালে মাথা খুটে
বন্দি যখন থাকি
মুক্ত হয়ে উড়তে তখন
মন হয়ে য়ায় পাখি
পাখি হলে ডানা মেলে
উড়তে তো নেই মানা
আমায় তখন হাতছানি দেয়
দূরের ওই সীমানা
স্বপ্নলোকে তাইতো ছুটি
পেরিয়ে সীমারেখা
খালি চোখে তাই আমাকে
তোমরা কি পাও দেখা