স্বর্ণ খচিত ফোন আনছে নোকিয়া
ঢাকা: স্বর্ণ খচিত ফোন বাজারে আনছে নোকিয়া। এই ফোনটির মডেল নকিয়া ওরো। এতে ১৮ ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এই ফোনটির সামনে স্বর্ণের প্রলেপ এবং পেছনে চামড়া দিয়ে মোড়ানো। এতে আছে ৩.৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ফোনটিতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা দিয়ে ৭২০ পিক্সেলের ভিডিও চিত্র ধারণ করা যাবে। ফোনটি সিমব্রিয়ান অপারেটিং সিস্টেম চালিত। ফোনটির মূল্য বেশ চড়া। এটির দাম ১১২৬ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৮৮ হাজার ২৪০ টাকা। ইউরোপ এবং এশিয়ার বাজারে এই বছরের তৃতীয় প্রান্তিকে নোকিয়ার স্বর্ণ খচিত এই ফোনটি পাওয়া যাবে।